ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ায় ৯৬ এগজিকিউটিভ

902
0

ভারত সরকারের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ওয়েল্ডিং/ এনডিটি, ইনস্ট্রুমেন্টেশন, ওয়্যারহাউস ও সেফটি ডিসিপ্লিনে ৯৬ জন এগজিকিউটিভ নিয়োগ করা হবে।

শূন্যপদ: এগজিকিউটিভ গ্রেড ফোর: ৫৭ (অসংরক্ষিত ২৫, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ৫, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৪)।

এগজিকিউটিভ গ্রেড ফাইভ: ৩৩ (অসংরক্ষিত ১৫, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮)।

এগজিকিউটিভ গ্রেড সিক্স: ৬ (অসংরক্ষিত ৫, ওবিসি ১)।

বয়সসীমা (৩০ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে): এগজিকিউটিভ গ্রেড ফোরের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৮ বছর, এগজিকিউটিভ গ্রেড ফাইভের ৫০ বছর, এগজিকিউটিভ গ্রেড সিক্সের ৫২ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে দিল্লিতে।

আবেদনের পদ্ধতি: http://www.engineersindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০১৯ পর্যন্ত। শিক্ষগত যোগ্যতা, পারিশ্রমিক ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।