ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস নিয়োগ আবেদনের সময়সীমা বাড়ল

1300
0
IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে আগামী ১৮ জুন (Advertisement No. IOCL/MKTG/ER/APPR/2020-21/1)৷ সম্প্রতি কোম্পানির তরফে একটি নোটিস জারি করে একথা জানানো হয়েছে৷ লেখা পরীক্ষার তারিখ সম্পর্কে সময়মতো ওয়েবসাইটে জানা যাবে৷ https://iocl.formflix.com/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ https://drive.google.com/file/d/1bAMpyonsaE1Yolu9CyJk3hNm_yUO9Kj4/view লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি  দেখতে পাওয়া যাবে৷

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য্ www.iocl.com ওয়েবসাইট থেকে জানা যাবে৷