Site icon জীবিকা দিশারী

ইন্ডিয়ান অয়েলে পূর্বাঞ্চলে ১৭৬ অ্যাপ্রেন্টিস

haldia refinery recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ইস্টার্ন রিজিয়নে ১৭৬ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: IOCL/MKTG/ER/APPR/2019/1.

শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): শূন্যপদ ৩০ (অসংরক্ষিত ১১, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২, ওবিসি এনসিএল ৭)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স): ৪৮ (অসংরক্ষিত ১৯, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ২, ওবিসি ১১)।

বিহার: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): ৮ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি ২)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স): ১৪ (অসংরক্ষিত ৭, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, ওবিসি ৪)।

ওড়িশা: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): ৯ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ১)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস  (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স): ১৫ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ২)।

ঝাড়খণ্ড: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স): ৮ (অসংরক্ষিত ৩, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ১)।

অসম: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): ১২ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স): ২১ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৬)।

ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট: পশ্চিমবঙ্গে শূন্যপদ ২, বিহারে ১, ওড়িশা ১, ঝাড়খণ্ডে ১ ও অসমে ২।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর এবং অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের আইটিআই।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)।

ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় স্নাতক (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)।

বয়সসীমা: ৩১ জুলাই ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: ট্রেড অ্যাপ্রেন্টিসদের http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/home.aspx লিঙ্কে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের http://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect লিঙ্কে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে http://apprenticeshipindia.org/candidate-registration লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপর www.iocl.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৮ আগস্ট ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Exit mobile version