Site icon জীবিকা দিশারী

ইন্ডিয়ান অয়েলে সারা দেশের ইউনিটগুলিতে ৪৬৬ অ্যাপ্রেন্টিস নিয়োগ

haldia refinery recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৪৬৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

রিফাইনারি অনুযায়ী শূন্যপদ: পোস্ট কোড ১০১: ট্রেড অ্যাপ্রেন্টিস/ অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) কেমিক্যাল: ৮৯ (গুয়াহাটি ৭, বারাউনি ১৫, গুজরাট ৭, মথুরা ৮, পানিপত ২৬, ডিগবয় ১১, বঙ্গাইগাঁও ৮, পারাদ্বীপ ৭)। পোস্ট কোড ১০২: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) মেকানিক্যাল: ৪৩ (গুজরাট ৭, মথুরা ২, পানিপত ৩২, বঙ্গাইগাঁও ১, পারাদ্বীপ ১)। পোস্ট কোড ১০৩: ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়েলার) মেকানিক্যাল: ৩০ (গুয়াহাটি ৪, বারাউনি ১, গুজরাট ১৬, মথুরা ৬, বঙ্গাইগাঁও ৩)। পোস্ট কোড ১০৪: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল: ৬৫ (গুয়াহাটি ৪, বারাউনি ১, গুজরাট ৪, হলদিয়া ১৫, মথুরা ৬, পানিপত ১৬, ডিগবয় ৩, বঙ্গাইগাঁও ৫, পারাদ্বীপ ১১)। পোস্ট কোড ১০৫: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল: ১৮ (গুয়াহাটি ৪, বারাউনি ৩, মথুরা ২, পানিপত ১, বঙ্গাইগাঁও ৪, পারাদ্বীপ ৪)। পোস্ট কোড ১০৬: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেক্ট্রিক্যাল: ৭৩ (গুয়াহাটি ২, বারাউনি ৩, গুজরাট ৫, মথুরা ৫, পানিপত ৪০, বঙ্গাইগাঁও ৩, পারাদ্বীপ ১৫)। পোস্ট কোড ১০৭: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন: ৪৭ (গুয়াহাটি ২, বারাউনি ৭, গুজরাট ৮, হলদিয়া ৩, মথুরা ২, পানিপত ১১, বঙ্গাইগাঁও ৪, পারাদ্বীপ ১০)। পোস্ট কোড ১০৮: ট্রেড অ্যাপ্রেন্টিস- সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৭৫ (গুয়াহাটি ১০, বারাউনি ৫, গুজরাট ১১, হলদিয়া ৯, মথুরা ১০, পানিপত ৭, ডিগবয় ১০, বঙ্গাইগাঁও ১০, পারাদ্বীপ ৩)। পোস্ট কোড ১০৯: ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট: ২৬ (গুয়াহাটি ২, বারাউনি ৩, গুজরাট ৩, হলদিয়া ৩, মথুরা ৩, পানিপত ৪, ডিগবয় ২, বঙ্গাইগাঁও ২, পারাদ্বীপ ৪)।

যোগ্যতা: পোস্ট কোড ১০১: তিন বছরের বিএসসি (ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)। পোস্ট কোড ১০২: ম্যাট্রিকুলেশন সঙ্গে দু বছরের আইটিআই (ফিটার) কোর্স। পোস্ট কোড ১০৩: তিন বছরের বিএসসি (ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)। পোস্ট কোড ১০৪: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ রিফাইনারি অ্যান্ড পেট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৫: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৬: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৭: ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৮: তিন বছরের বিএ/ বিএসসি/ বিকম। পোস্ট কোড ১০৯: তিন বছরের বিকম।

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: পোস্ট কোড ১০১, ১০২, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭-এর ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস। পোস্ট কোড ১০৮-এর ট্রেনিংয়ের সময়সীমা ১৫ মাস। পোস্ট কোড ১০৩-এর ২৪ মাস। নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৪ মার্চ ২০১৯। ইন্টারভিউ হবে ১ এপ্রিল থেকে ৫ এপ্লি ২০১৯ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। যে-কোনো একটি রিফাইনারির জন্য আবেদন করা যাবে। অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে, মাপ হতে হবে ৫০ কেবির মধ্যে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করার পর পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স কেবল সাধারণ ডাকে পাঠাতে হবে (যে রিফাইনারির জন্য আবেদন করবেন সেখানে পাঠাতে হবে, নিচের তালিকা মতো)। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ২২ মার্চ ২০১৯ তারিখের মধ্যে। অনলাইন আবেদন করা যাবে ৮ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

রিফাইনারির ঠিকানা: গুয়াহাটি রিফাইনারি: The Advertiser, Guwahati GPO, Post Box No-21, Meghdoot Bhawan, Panbazar, Guwahati 781001, Assam

বারাউনি রিফাইনারি: Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Barauni Refinery, Dist Begusarai 851114 (Bihar)

গুজরাট রিফাইনারি: General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Jawahar Nagar, Dist Vadodara 391320 (Gujarat)

হলদিয়া রিফাইনারি: The Advertiser IOCL, Haldia Refinery, Post Box No. 01, Post Office: Haldia Oil Refinery, Dist Purba Medinipur, West Bengal, Pin 721606.

মথুরা রিফাইনারি: General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Mathura Refinery, Mathura 281005 (Uttar Pradesh)

পানিপত রিফাইনারি: Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Panipat Refinery, Panipat 132140 (Haryana)

ডিগবয় রিফাইনারি: General Manager (HR), Indian Oil Corporation Limited, Assam Oil Division, PO Digboi 768171 (Assam)

বঙ্গাইগাঁও রিফাইনারি: Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Dhaligaon, Dist Chirang, Assam 783385

পারাদ্বীপ রিফাইনারি: The Advertiser, General Post Office (GPO), Post Box No. 145, Bhubaneswar 751001.

Exit mobile version