ইন্ডিয়ান অয়েলে ৩২ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইটিআই

1163
0
haldia refinery recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফোর (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টিঅ্যান্ডআই) ও টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-ওয়ান পদে ৩২ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও আইটিআই পাশ তরুণ-তরুণী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: PL/HR/ESTB/2018/1. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

বেতনক্রম: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টিঅ্যান্ডআই)- এর ক্ষেত্রে মূল বেতন ১১,৯০০-৩২,০০০ টাকা। টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-ওয়ানের ক্ষেত্রে ১০,৫০০-২৪,৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল) গ্রেড ফোর: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/উপজাতিদের ক্ষেত্রে পাশ নম্বর) তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) গ্রেড ফোর: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর (তপশিলি জাতি/উপজাতিদের ক্ষেত্রে পাশ নম্বর) সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টিঅ্যান্ডআই) গ্রেড ফোর: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ৫৫ শতাংশ নম্বর সহ (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে পাশ নম্বর) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্টওয়ান, গ্রেড ওয়ান: ম্যাট্রিকুলেশন/ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে।

বয়সসীমা: ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদের বণ্টন: ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: পশ্চিমবঙ্গ: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), পোস্ট কোড ইআরডব্লুবি০১: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ২: পশ্চিমবঙ্গ: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল), পোস্ট কোড ইআরডব্লুবি০২: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ৩: পশ্চিমবঙ্গ: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টিঅ্যান্ডআই), পোস্ট কোড ইআরডব্লুবি০৩: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ৬: পশ্চিমবঙ্গ: টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-ওয়ান, পোস্ট কোড ইআরডব্লুবি০৫: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ৪: অসম: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল), পোস্ট কোড জিএসএএস০২: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ক্রমিক সংখ্যা ৫: বিহার: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), পোস্ট কোড বিকেবিএইচ০১: শূন্যপদ ১ (তপশিলি জাতি)।

নর্দার্ন রিজিয়নে শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: হরিয়ানা: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), পোস্ট কোড এনআরএইচআর০১: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ক্রমিক সংখ্যা ২: উত্তর প্রদেশ: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল), পাস্ট কোড এনআরইউপি০২: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ক্রমিক সংখ্যা ৩: উত্তরপ্রদেশ: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টিঅ্যান্ডআই), পোস্ট কোড এনআরইউপি০৩: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ক্রমিক সংখ্যা ৪: দিল্লি টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-ওয়ান, পোস্ট কোড এনআরডিএল ০৫: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ক্রমিক সংখ্যা ৫: হরিয়ানা: টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-ওয়ান, পোস্ট কোড এনআরএইচআর০৫: শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)।

ক্রমিক সংখ্যা ৬: পাঞ্জাব: টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-ওয়ান, পোস্ট কোড এনআরপিবি০৫: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ওয়েস্টার্ন রিজিয়নে শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: গুজরাট: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টিঅ্যান্ডআই), পোস্ট কোড ডব্লুআরজিজে০৩: শূন্যপদ ২ (অসংরক্ষিত ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ২: রাজস্থান: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টিঅ্যান্ডআই), পোস্ট কোড ডব্লুআরআরজে০৩: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

সার্দার্ন রিজিয়নে শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: তামিলনাড়ু: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), পোস্ট কোড এসআরটিএন০১: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ক্রমিক সংখ্যা ২: তামিলনাড়ু: টেকনিক্যাল অ্যাটন্ড্যোন্ট-ওয়ানস পোস্ট কোড এলআরটিএন০৫: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

সার্দার্ন ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: চণ্ডীগড়: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল), পোস্ট কোড এসইসিএইচ০২: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

ক্রমিক সংখ্যা ২: ওড়িশা: টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-ওয়ান, পোস্ট কোড এসইওআর০৫: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং স্কিল টেস্ট/ প্রফিশিয়েন্সি টেস্ট/ ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.iocl.com বা http://plis.indianoilpipelines.in সাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ জানুয়ারি ২০১৮ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত। লেখা পরীক্ষার সম্ভাব্য তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।