ইন্ডিয়ান ব্যাঙ্কে সিকিউরিটি গার্ড নিয়োগ পরীক্ষার কললেটার, পরীক্ষাসংক্রান্ত পুস্তিকা ডাউনলোড

1047
0
Indian bank Recruitment

ইন্ডিয়ান ব্যাঙ্কে সিকিউরিটি গার্ড (সাবস্টাফ ক্যাডার, প্রথমে বলা হত সিকিউরিটি গার্ড-কাম-পিওন) নিয়োগের পরীক্ষার কললেটার ডাউনলোড করা শুরু হয়েছে, বন্ধ হবে আগামী ১৪ ডিসেম্বর। আইবিপিএস-এর মাধ্যমে এই প্রার্থিবাছাই। পরীক্ষা হবে আগামী ১৪ ডিসেম্বর। নিজের রেজিস্ট্রেশন/রোল নম্বর ও পাসওয়ার্ড/জন্মতারিখ দিয়ে এবং তার নিচেই দেওয়া সুরক্ষা কোড (অক্ষর/সংখ্যা) টুকে সাবমিট করে কললেটার ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডের পদ্ধতিও বলে দেওয়া আছে ওই পেজেই আলাদা লিঙ্কে। কোনো সমস্যা হলে কী করবেন তাও আলাদা-আলাদা লিঙ্কে ক্লিক করে জানা যাবে।

এই সবই পাবেন এই ওয়েবপেজে: https://ibpsonline.ibps.in/indbnksoct19/cloea_nov19/login.php?appid=a750cf6e93e8f4b08a840d0bde3ef4d1

পরীক্ষা সংক্রান্ত প্রাসঙ্গিক পরামর্শ, নির্দেশ, সিলেবাস, পরীক্ষার ধরন-ধারণ, প্রশ্নোত্তরের নমুনা, ও অন্যান্য তথ্যাবলির পুস্তিকা পাবেন এই লিঙ্কে:

https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Test-on-14.12.2019-Information-Handout-English.pdf