ইন্ডিয়ান ব্যাঙ্কে ১১৫ সিকিউরিটি গার্ড কাম পিওন

1335
0
Indian bank Recruitment

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১১৫ জন সিকিউরিটি গার্ড কাম পিওন নিয়োগ করা হবে। আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।

রাজ্য অনুযায়ী শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ৪ (অসংরক্ষিত)। অন্ধ্রপ্রদেশ: ১১ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। অসম: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। দিল্লি: ৩ (অসংরক্ষিত)। গুজরাট: ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)। কর্নাটক: ২ (অসংরক্ষিত)। কেরালা: ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। মহারাষ্ট্র: ৮ (অসংরক্ষিত ৬, ওবিসি ২)। ওড়িশা: ২ (অসংরক্ষিত)। পুডুচেরি: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। পাঞ্জাব: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। তামিলনাড়ু: ৪৮ (অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৯, ওবিসি ১২, ইডব্লুএস ৪)। তেলেঙ্গানা: ৩ (অসংরক্ষিত)। উত্তর প্রদেশ: ৬ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

বয়সসীমা: ১ জুলাই ২০১৯ তারিখের হিসেবে ১৮-২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: আর্মি/ নেভি/ এয়ারফোর্সের প্রাক্তন সেনাকর্মী হতে হবে। অন্তত দশম শ্রেণি বা সমতুল পাশ, স্থানীয় ভাষা লিখতে-পড়তে-বলতে জানতে হবে। শারীরিক ও মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্যাটেগরি ‘এ’। হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জুলাই ২০১৯ তারিখের মধ্যে।

বেতনক্রম: ৯৫৬০-১৮৫৪৫ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, স্থানীয় ভাষার জ্ঞানের টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ/ সিম্পল অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, বেসিক অব ব্যাঙ্কিং, সিকিউরিটি দিকগুলির জ্ঞান।

পরীক্ষাকেন্দ্র: পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, বৃহত্তর কলকাতা, কল্যাণী ও শিলিগুড়ি, অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: www.indianbank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি আবেদন করা যাবে এই লিঙ্কে গিয়ে: https://ibpsonline.ibps.in/indbnksoct19/

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে লিঙ্কে:

https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf