Site icon জীবিকা দিশারী

ইন্ডিয়ান সিভিল সার্ভিস/ফরেস্ট সার্ভিসের জন্য আবেদন করেছেন? আবেদন প্রত্যাহার করতে চান?


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র ইন্ডিয়ান সিভিল সার্ভিস ও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (প্রিলিমিনারি)-র জন্য যাঁরা আবেদন সুসম্পন্ন করেছেন তাঁরা কেউ-কেউ যদি এবারের পরীক্ষায় না বসতে চান তাহলে আবেদন প্রত্যাহার করতে পারেন, এখন সে সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ১৮ মার্চ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। নিজের রেজিস্ট্রেশন আইডি সহ রেজিস্টার্ড আবেদনের প্রয়োজনীয় অথ্যাবলি জানিয়ে প্রত্যাহারের আবেদন করতে হবে নির্দেশপরম্পরা অনুসরণ করে। আগে আবেদন করার সময় যে ফি দিয়েছেন তা ফেরত পাওয়া যাবে না। একাধিক আবেদন করে থাকলে উচ্চতর রেজিস্ট্রেশনের আবেদনই কেবল গ্রাহ্য হবে এবং প্রত্যাহার করা যাবে। একবার প্রত্যাহারের আবেদন জানালে তা আর ফিরিয়ে নেওয়া যাবে না। প্রত্যাহারের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে যে রিসিট পাবেন তার প্রিন্ট-আউট নিয়ে রাখবেন। একটি ইমেল ও এসএমএস-ও আপনার কাছে আসবে, তা যত্ন করে রাখবেন। বিশদ নির্দেশাবলি সহ ইউপিএসসির এই লিঙ্কে: https://upsconline.nic.in/guideline1.php?exam_code=CSP&year=2020%20&notice_no=05/2020-CSP&notice_date=12-03-2020

Exit mobile version