ইন্ডিয়ান সিভিল সার্ভিস ২০১৯ ইন্টারভিউ

1200
0
UPSC Exam Calendar

ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ২০১৯ পরীক্ষার ইন্টারভিউ তারিখ ঘোষণা করা হল (F.No. 1/9/2019-E.IV)। ইউপিএসসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিভিল সার্ভিস পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ জুলাই থেকে পার্সোন্যালিটি টেস্ট শুরু হবে। চলবে ৩০ জুলাই, ২০২০ পর্যন্ত। মোট ৬২৩ জন প্রার্থীর তালিকা ইউপিএসসির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির লিঙ্ক: https://www.upsc.gov.in/sites/default/files/Interview-CSM-2019-Engl-19062020.pdf