ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যালে ৩৬

1304
0

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অ্যাসোশিয়েট সায়েন্টিস্ট এ পদে ১৭ জন এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এ পদে ১৯ জনকে নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: REC-6/2020-3, KOL.
শূন্যপদ: ১. অ্যাসোশিয়েট সায়েন্টিস্ট এ: কম্পিউটার সায়েন্স: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি এনসিএল ৩, তপশিলি জাতি ২, ইডব্লুএস ১), জিওলজি: ১ (অসংরক্ষিত), লাইব্রেরি সায়েন্স: ১ (ওবিসি), মিউজিওলজি: ১ (অসংরক্ষিত), স্ট্যাটিস্টিক্স: ১ (ওবিসি), এগ্রিকালচার: ১ (তপশিলি উপজাতি)৷
২. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এ: এগ্রিকালচার: ১ (অসংরক্ষিত), লাইব্রেরি সায়েন্স: ১ (তপশিলি জাতি), কম্পিউটার সায়েন্স: ১৩ (অসংরক্ষিত ৯, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ১, শারীরিক প্রতিবন্ধী ১), বায়োলজিক্যাল সায়েন্স: ১ (অসংরক্ষিত), ফিজিক্স: ১ (অসংরক্ষিত), ইকোনমিক্স: ১ (ওবিসি), জিওলজি: ১ (ওবিসি)৷
বয়সসীমা: ১ জুন ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের কম৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
বেতনক্রম: অ্যায়োশিয়েট সায়েন্টিস্ট এ পদে লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা৷ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এ পদে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা৷
আবেদনের পদ্ধতি: https://www.isical.ac.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই দুপুর ২টো পর্যন্ত৷
লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় যোগ্যতা ইত্যাদির খুঁটিনাটি সহ মূল বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে৷