Site icon জীবিকা দিশারী

ইরকন ইন্টারন্যাশনালে ১০০ ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, জিওলজিস্ট


ভারতীয় রেল মন্ত্রকের অধীন ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে ১০০ জন ওয়ার্ক ইঞ্জিনিয়ার, জিওলজিস্ট ও সাইট সুপারভাইজার নিয়োগ করা হবে চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর: C15/2019. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল: ৪৮ (অসংরক্ষিত ২২, ওবিসি ১২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজতি ৩, ইডব্লুএস ৪)।

জিওলজিস্ট: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।

সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল: ১৯ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

সাইট সুপারভাইজার/ সিভিল: ১ (অসংরক্ষিত)।

সিনিয়র সাইট সুপারভাইজার/ সিভিল: ২১ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।

সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল: ১ (অসংরক্ষিত)।

সাইট সুপারভাইজার/ ইলেক্ট্রিক্যাল: ২ (অসংরক্ষিত)।

সিনিয়র সাইট সুপারভাইজার/ ইলেক্ট্রিক্যাল: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।

বয়সসীমা: ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল, জিওলজিস্ট, সাইট ইঞ্জিনিয়ার/ সিভিল ও সাইট সুপারভাইজার/ ইলেক্ট্রিক্যাল পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর (জন্মতারিখ ১ ডিসেম্বর ১৯৮৯ বা তার পরে)। বাকি পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর (জন্মতারিখ ১ ডিসেম্বর ১৯৮৪ বা তার পরে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে সিভিল কনস্ট্রাকশন কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

জিওলজিস্ট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে জিওলজিতে এমএসসি / এমটেক বা জিওলজিতে ইঞ্জিনিয়ারিং সঙ্গে সিভিল ওয়ার্কে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে সিভিল কনস্ট্রাকশন কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

সাইট সুপারভাইজার/ সিভিল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা সঙ্গে সিভিল কনস্ট্রাকশন কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

সিনিয়র সাইট সুপারভাইজার/ সিভিল:  ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে সিভিল কনস্ট্রাকশন কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে ইলেক্ট্রিক্যাল কনস্ট্রাকশন কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

সাইট সুপারভাইজার/ ইলেক্ট্রিক্যাল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা সঙ্গে ইলেক্ট্রিক্যাল কনস্ট্রাকশন কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

সিনিয়র সাইট সুপারভাইজার/ ইলেক্ট্রিক্যাল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা সঙ্গে ইলেক্ট্রিক্যাল কনস্ট্রাকশন কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে।

বেতন: ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল ও জিওলজিস্ট পদে ৩১০০০ টাকা। সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল ও সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল পদে ৩৫০০০ টাকা। সিনিয়র সাইট সুপারভাইজার সিভিল/ ইলেক্ট্রিক্যাল পদে ২৫০০০ টাকা। সাইট সুপারভাইজার সিভিল/ ইলেক্ট্রিক্যাল পদে ২২০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং/ অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.ircon.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

Exit mobile version