ইসরোতে ২০৫ অ্যাপ্রেন্টিস

schedule
2018-09-27 | 12:29h
update
2018-09-27 | 12:29h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইসরো প্রোপালশন কমপ্লেক্স, তামিলনাড়ুতে ২০৫ জন ট্রেড, টেকনশিয়ান ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: IPRC/RMT/APP/2018/01, Date: 21.09.2018.

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের শূন্যপদ: কোড নম্বর ১০১: মেকানিক্যাল: ১০। কোড নম্বর ১০৬: ইলেক্ট্রিক্যাল: ৫। কোড নম্বর ১০৩: ইলেক্ট্রনিক্স: ১০। কোড নম্বর ১০৪: ইনস্ট্রুমেন্টেশন: ২। কোড নম্বর ১০৫: কেমিক্যাল: ২। কোড নম্বর ১০৬: কম্পিউটাপ সায়েন্স: ৫। কোড নম্বর ১০৭: সিভিল: ৪। কোড নম্বর ১০৮: লাইব্রেরি সায়েন্স: ৩।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের শূন্যপদ: কোড নম্বর ১০৯: মেকানিক্যাল: ১৩। কোড নম্বর ১১০: ইলেক্ট্রিক্যাল: ৭। কোড নম্বর ১১১: ইলেক্ট্রনিক্স: ১২। কোড নম্বর ১১২: কেমিক্যাল: ৫। কোড নম্বর ১১৩: সিভিল: ৭। কোড নম্বর ১১৪: কমার্শিয়াল প্র্যাক্টিস: ১৫।

ট্রেড অ্যাপ্রেন্টিসদের কোড নম্বর ১২১: ফিটার: ২২। কোড নম্বর ১২২: ওয়েল্ডার: ১০। কোড নম্বর ১২৩: ইলেক্ট্রিশিয়ান: ৯। কোড নম্বর ১২৪: টার্নার: ৬। কোড নম্বর ১২৫: মেশিনিস্ট: ২। কোড নম্বর ১২৬: জ্রাফটসম্যান (মেকানিক): ২। কোড নম্বর ১২৭: ড্রাফটসম্যান (সিভিল): ৪। কোড নম্বর ১২৮: ইলেক্ট্রনিক মেকানিক বা মেকানিক (রেডিও অ্যান্ড টেলিভিশন): ৫। কোড নম্বর ১২৯: ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৪। কোড নম্বর ১৩০: রেফ্রিজেরেটর অ্যান্ড এসি মেকানিক: ৪। কোড নম্বর ১৩১: মেকানিক ডিজেল: ৪। কোড নম্বর ১৩২: কার্পেন্টার: ২। কোড নম্বর ১৩৩: ইনস্ট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট): ১। কোড নম্বর ১৩৪: প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (পিএএসএএ) বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সিওপিএ): ৩০।

Advertisement

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ কেমিক্যাল/ কম্পিউটার সায়েন্স/ সিভিল শাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিগ্রি। লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে আর্টস/ সায়েন্স/ কমার্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে লাইব্রেরি সায়েন্স/ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ফার্স্ট ক্লাস ডিগ্রি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ কেমিক্যাল/ সিভিল শাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিপ্লোমা। কমার্শিয়াল প্র্যাক্টিসের ক্ষেত্রে কমার্শিয়াল প্র্যাক্টিস/ মডার্ন অফিস প্র্যাক্টিসে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা।

ট্রেড অ্যাপ্রেন্টিসের সবকটি শাখার ক্ষেত্রেই এসএসএলসি পাশ সঙ্গে এনটিসি সহ এনসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

সবক্ষেত্রেই ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পাশ করা ছাত্রছাত্রীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

বয়সসীমা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ২৯ সেপেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে কমার্শিয়াল প্র্যাক্টিসের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, বাকিগুলির ক্ষেত্রে ২৬ বছর, বয়স হতে হবে ৬ অক্টোবর ২০১৮ তারিখের হিসেবে। ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ১৩ অক্টোবর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সবক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৫০০০ টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ৩৫৪২ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ওয়েল্ডার এবং প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টদের প্রতি মাসে ৬৪০০ ও বাকি শাখাগুলির ক্ষেত্রে প্রতি মাসে ৭২০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ইন্টারভিউ হবে আগামী ২৯ সেপ্টেম্বর। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ৬ অক্টোবর। ট্রেড অ্যাপ্রেন্টিসদের ১৩ অক্টোবর। এই ঠিকানায়: ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri, Tirunelveli District, Tamil Nadu. ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স এবং নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র নিয়ে সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে। https://www.iprc.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্রের বয়ান ডাউনলোড করা যাবে। https://www.iprc.gov.in/Apprentice/Advertisement.html লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

 

 

 

 

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 17:10:54
Privacy-Data & cookie usage: