ইসরোতে ৪৩৫ অ্যাপ্রেন্টিস

842
0
ISRO

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের শতীশ ধাওয়ান স্পেস সেন্টারে বিভিন্ন ট্রেডে ৪৩৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: SDSC SHAR/RWS/01/2018  Dated: 25.06.2018. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার: শূন্যপদ ৭৫। ট্রেড অ্যাপ্রেন্টিস- ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ২০। ট্রেড অ্যাপ্রেন্টিস- মোটর মেকানিক: শূন্যপদ ৫। ট্রেড অ্যাপ্রেন্টিস- ইলেক্ট্রনিক মেকানিক: শূন্যপদ ৪২। ট্রেড অ্যাপ্রেন্টিস- কেমিকেল: শূন্যপদ ১০। ট্রেড অ্যাপ্রেন্টিস- ড্র্যাফটসম্যান সিভিল: শূন্যপদ ৫। ট্রেড অ্যাপ্রেন্টিস- এয়ার কন্ডিশন: শূন্যপদ ১০। ট্রেড অ্যাপ্রেন্টিস- ডিজেল মেকানিক: শূন্যপদ ৪। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস+ ভোকেশনাল অ্যাপ্রেন্টিস: শূন্যপদ ১২৫। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল: শূন্যপদ ১৭। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: শূন্যপদ ১৪। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- ইসিই: শূন্যপদ ১৩। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ইসিই: শূন্যপদ ৯। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-ইইই: শূন্যপদ ৬। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-ইইই: শূন্যপদ ৫। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-ইঅ্যান্ডইআই: শূন্যপদ ৫। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঅ্যান্ডইআই: শূন্যপদ ৬। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সিএসই: শূন্যপদ ৫। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- সিএসই: শূন্যপদ ৩। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-সিভিল: শূন্যপদ ৫। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-সিভিল: শূন্যপদ ৫। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- কেমিক্যাল: শূন্যপদ ১৩। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- কেমিক্যাল: শূন্যপদ ২। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- অটোমোবাইল: শূন্যপদ ৩। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৫। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-কেটারিং টেকনোলজি: শূন্যপদ ৩। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ফোটোগ্রাফি: শূন্যপদ ১। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-লাইব্রেরি সায়েন্স: শূন্যপদ ৪। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- অ্যারোনটিক্যাল: শূন্যপদ ১। ভোকেশনাল অ্যাপ্রেন্টিস-নার্সিং/ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার: শূন্যপদ ৬। ভোকেশনাল অ্যাপ্রেন্টিস- ল্যাব টেকনিশিয়ান: শূন্যপদ ৪। ভোকশেনাল অ্যাপ্রেন্টিস-কনস্ট্রাকশন টেকনোলজি: শূন্যপদ ৪।

যোগ্যতা: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মোটর মেকানিক, ইলেক্ট্রনিক মেকানিক, কেমিক্যাল, ড্রাফটসম্যান-সিভিল, এয়ার কন্ডিশন, ডিজেল মেকানিক): এসএসএলসি/ এসএসসি সঙ্গে এনসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ এনটিসি/ এনএসি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- ডিসিসিপি+ ভোকেশনাল অ্যাপ্রেন্টিস (অফিস অ্যাসিস্ট্যান্ট+ কম্পিউটার সায়েন্স): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ফার্স্ট ক্লাস। ভোকেশনাল অ্যাপ্রেন্টিস- অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল কোর্স স্বীকৃত দু বছরের ভোকেশনাল কোর্স, এসএসসি করার পর।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট (বিই/বিটেক)।

ভোকেশনাল অ্যাপ্রেন্টিস (নার্সিং/ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান, কনস্ট্রাকশন টেকনোলজি): অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল কোর্স স্বীকৃত দু বছরের ভোকশেনাল কোর্স এসএসসি করার পর।

সবক্ষেত্রেই ২০১৬ বা তার পরে পাশ করে থাকলে তবেই আবেদন করতে পারবেন। একের বেশি পদের জন্য আবেদন করতে চাইলে ট্রেড অনুযায়ী আলাদা করে আবেদন করতে হবে। পূর্বে অ্যাপ্রেন্টিস ট্রেনিং বা কোথাও কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন না।

বয়সসীমা: ২৮ জুলাই ২০১৮ তারিখের হিসেবে বয়স ১৪ বছরের কম নয়।

স্টাইপেন্ড: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৩৫৪২ টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৫০০০ টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৫৯২৪ টাকা। ভোকেশনাল অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ২৭৫৮ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.shar.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ জুলাই ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।