ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে ১৮২ জন টেকনিশিয়ান ‘বি’, ড্রাফটসম্যান ‘বি’, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, হিন্দি টাইপিস্ট, কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’, কুক, ফায়ারম্যান ‘এ’, লাইট ভিকল ড্রাইভার ‘এ’ ও হেভি ভিকল ড্রাইভার ‘এ’ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: URSC:01:2020.
শূন্যপদ: টেকনিশিয়ান বি: পোস্ট কোড ০০১: ইলেক্ট্রনিক্স মেকানিক/ টেকনিশিয়ান পাওয়ার ইলেক্ট্রনিক সিস্টেম/ মেকানিক কনজিউমার ইলেক্ট্রনিক অ্যাপ্লিকেশন/ মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স: ৫০ (অসংরক্ষিত ২২, ওবিসি ১২, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৩, ইডব্লুএস ৫)।
পোস্ট কোড ০০২: ফিটার: ১৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ৩)।
পোস্ট কোড ০০৩: ইলেক্ট্রিক্যাল: ১১ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।
পোস্ট কোড ০০৪: প্লাম্বার: ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।
পোস্ট কোড ০০৫: রেফ্রিজরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।
পোস্ট কোড ০০৬: টার্নার: ৩ (ওবিসি ২, তপশিলি জাতি ১)।
পোস্ট কোড ০০৭: মেশিনিস্ট (গ্রাইন্ডার): ৩ (ওবিসি ২, তপশিলি জাতি ১)।
পোস্ট কোড ০০৮: মোটর ভিকল মেকানিক: ১ (অসংরক্ষিত)।
পোস্ট কোড ০০৯: ফোটোগ্রাফি/ ডিজিটাল ফোটোগ্রাফি: ১ (অসংরক্ষিত)।
পোস্ট কোড ০১০: মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)।
পোস্ট কোড ০১১: ইলেক্ট্রোপ্লেটিং: ১ (অসংরক্ষিত)।
পোস্ট কোড ০১২: ওয়েল্ডার: ১ (অসংরক্ষিত)।
ড্রাফটসম্যান বি: পোস্ট কোড ০১৩: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।
টেকনিক্যাল অ্যাসিস্টান্ট: পোস্ট কোড ০১৪: মেকানিক্যাল: ১৩ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।
পোস্ট কোড ০১৫: ইলেক্ট্রনিক্স: ১৭ (অসংরক্ষিত ৭, ওবিসি ৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।
পোস্ট কোড ০১৬: কম্পিউটার সায়েন্স: ৫ (অসংরক্ষিত ১, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।
পোস্ট কোড ১৭: অটোমোবাইল: ১ (অসংরক্ষিত)।
পোস্ট কোড ০১৮: ইলেক্ট্রিক্যাল: ২ (অসংরক্ষিত)।
পোস্ট কোড ০১৯: ইনস্ট্রুমেন্টেশন: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।
পোস্ট কোজ ০২০: সিভিল: ১ (ওবিসি)।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: পোস্ট কোড ০২১: ৪ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: পোস্ট কোড ০২২: কেমিস্ট্রি: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)।
পোস্ট কোড ০২৩: ফিজিক্স: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১)।
পোস্ট কোড ০২৪: অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া: ১ (ওবিসি)।
পোস্ট কোড ০২৫: ইলেক্ট্রনিক্স: ১ (অসংরক্ষিত)।
হিন্দি টাইপিস্ট: পোস্ট কোড ০২৬: ২ (অসংরক্ষিত)।
কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’, পোস্ট কোড ০২৭: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি উপজাতি ১)।
কুক, পোস্ট কোড ০২৮: ৫ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১)।
ফায়ারম্যান ‘এ’, পোস্ট কোড ০২৯: ৪ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।
লাইট ভিকল ড্রাইভার ‘এ’, পোস্ট কোড ০৩০: ৪ (প্রাক্তন সেনাকর্মী)।
হেভি ভিকল ড্রাইভার ‘এ’, পোস্ট কোড ০৩১: ৫ (প্রাক্তন সেনাকর্মী)।
বয়স: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক, হেভি ভিকল ড্রাইভার ‘এ’ ও লাইট ভিকল ড্রাইভার ‘এ’ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। ফায়ারম্যান ‘এ’ পদে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। হিন্দি টাইপিস্ট ও কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’ পদের জন্য বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ৬ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: টেকনিশিয়ান ‘বি’ ও ড্রাফটসম্যান ‘বি’: এসএসএলসি/ এসএসসি/ ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ এনটিসি/ এনএসি।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট ট্রেডে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্স/ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা সমতুল বিষয়ে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট।
হিন্দি টাইপিস্ট: আর্টস/সায়েন্স/ কমার্স/ ম্যানেজমেন্ট/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট সঙ্গে প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে কম্পিউটারে হিন্দিতে টাইপ করতে হবে। ইংরেজিতে টাইপ জানা বাঞ্ছনীয়।
কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’: এসএসএলসি/ এসএসসি বা সমতুল পাশ।
কুক: এসএসএলসি/ এসএসসি বা সমতুল পাশ সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা।
ফায়ারম্যান ‘এ’: এসএসএলসি/ এসএসসি বা সমতুল। উপযুক্ত শারীরিক সক্ষমতা থাকতে হবে, সেবিষয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।
লাইট ভিকল ড্রাইভার ‘এ’: এসএসএলসি/ এসএসসি পাশ বা সমতুল সঙ্গে লাইট ভিকল ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা, বৈধ লাইট ভিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
হেভি ভিকল ড্রাইভার ‘এ’: এসএসএলসি/ এসএসসি বা সমতুল পাশ সঙ্গে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা।
আবেদনের ফি: ২৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং ও অফলাইনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.isro.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।