Site icon জীবিকা দিশারী

ইসরোয় ১৮২ টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট, কুক নিয়োগ

ISRO

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে ১৮২ জন টেকনিশিয়ান ‘বি’, ড্রাফটসম্যান ‘বি’, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, হিন্দি টাইপিস্ট, কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’, কুক, ফায়ারম্যান ‘এ’, লাইট ভিকল ড্রাইভার ‘এ’ ও হেভি ভিকল ড্রাইভার ‘এ’ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: URSC:01:2020.

শূন্যপদ: টেকনিশিয়ান বি: পোস্ট কোড ০০১: ইলেক্ট্রনিক্স মেকানিক/ টেকনিশিয়ান পাওয়ার ইলেক্ট্রনিক সিস্টেম/ মেকানিক কনজিউমার ইলেক্ট্রনিক অ্যাপ্লিকেশন/ মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স: ৫০ (অসংরক্ষিত ২২, ওবিসি ১২, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৩, ইডব্লুএস ৫)।

পোস্ট কোড ০০২: ফিটার: ১৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ৩)।

পোস্ট কোড ০০৩: ইলেক্ট্রিক্যাল: ১১ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

পোস্ট কোড ০০৪: প্লাম্বার: ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

পোস্ট কোড ০০৫: রেফ্রিজরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

পোস্ট কোড ০০৬: টার্নার: ৩ (ওবিসি ২, তপশিলি জাতি ১)।

পোস্ট কোড ০০৭: মেশিনিস্ট (গ্রাইন্ডার): ৩ (ওবিসি ২, তপশিলি জাতি ১)।

পোস্ট কোড ০০৮: মোটর ভিকল মেকানিক: ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ০০৯: ফোটোগ্রাফি/ ডিজিটাল ফোটোগ্রাফি: ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ০১০: মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ০১১: ইলেক্ট্রোপ্লেটিং: ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ০১২: ওয়েল্ডার: ১ (অসংরক্ষিত)।

ড্রাফটসম্যান বি: পোস্ট কোড ০১৩: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।

টেকনিক্যাল অ্যাসিস্টান্ট: পোস্ট কোড ০১৪: মেকানিক্যাল: ১৩ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

পোস্ট কোড ০১৫: ইলেক্ট্রনিক্স: ১৭ (অসংরক্ষিত ৭, ওবিসি ৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।

পোস্ট কোড ০১৬: কম্পিউটার সায়েন্স: ৫ (অসংরক্ষিত ১, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

পোস্ট কোড ১৭: অটোমোবাইল: ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ০১৮: ইলেক্ট্রিক্যাল: ২ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ০১৯: ইনস্ট্রুমেন্টেশন: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

পোস্ট কোজ ০২০: সিভিল: ১ (ওবিসি)।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: পোস্ট কোড ০২১: ৪ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: পোস্ট কোড ০২২: কেমিস্ট্রি: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)।

পোস্ট কোড ০২৩: ফিজিক্স: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১)।

পোস্ট কোড ০২৪: অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া: ১ (ওবিসি)।

পোস্ট কোড ০২৫: ইলেক্ট্রনিক্স: ১ (অসংরক্ষিত)।

হিন্দি টাইপিস্ট: পোস্ট কোড ০২৬: ২ (অসংরক্ষিত)।

কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’, পোস্ট কোড ০২৭: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি উপজাতি ১)।

কুক, পোস্ট কোড ০২৮: ৫ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১)।

ফায়ারম্যান ‘এ’, পোস্ট কোড ০২৯: ৪ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

লাইট ভিকল ড্রাইভার ‘এ’, পোস্ট কোড ০৩০: ৪ (প্রাক্তন সেনাকর্মী)।

হেভি ভিকল ড্রাইভার ‘এ’, পোস্ট কোড ০৩১: ৫ (প্রাক্তন সেনাকর্মী)।

বয়স: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক, হেভি ভিকল ড্রাইভার ‘এ’ ও লাইট ভিকল ড্রাইভার ‘এ’ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। ফায়ারম্যান ‘এ’ পদে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। হিন্দি টাইপিস্ট ও কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’ পদের জন্য বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ৬ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: টেকনিশিয়ান ‘বি’ ও ড্রাফটসম্যান ‘বি’: এসএসএলসি/ এসএসসি/ ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ এনটিসি/ এনএসি।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট ট্রেডে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্স/ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা সমতুল বিষয়ে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট।

হিন্দি টাইপিস্ট: আর্টস/সায়েন্স/ কমার্স/ ম্যানেজমেন্ট/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট সঙ্গে প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে কম্পিউটারে হিন্দিতে টাইপ করতে হবে। ইংরেজিতে টাইপ জানা বাঞ্ছনীয়।

কেটারিং অ্যাটেন্ড্যান্ট ‘এ’: এসএসএলসি/ এসএসসি বা সমতুল পাশ।

কুক: এসএসএলসি/ এসএসসি বা সমতুল পাশ সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা।

ফায়ারম্যান ‘এ’: এসএসএলসি/ এসএসসি বা সমতুল। উপযুক্ত শারীরিক সক্ষমতা থাকতে হবে, সেবিষয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

লাইট ভিকল ড্রাইভার ‘এ’: এসএসএলসি/ এসএসসি পাশ বা সমতুল সঙ্গে লাইট ভিকল ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা, বৈধ লাইট ভিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

হেভি ভিকল ড্রাইভার ‘এ’: এসএসএলসি/ এসএসসি বা সমতুল পাশ সঙ্গে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা।

আবেদনের ফি: ২৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং ও অফলাইনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.isro.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

 

Exit mobile version