ইসরোয় ২২০ ডিগ্রি, ডিপ্লোমা, আইটিআই পাশ অ্যাপ্রেন্টিস

847
0
ISRO

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে ২২০ জন গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। বিজ্ঞপ্তি নম্বর: IPRC/RMT/APP/2019/01.

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের শূন্যপদ: কোড নম্বর: ১০১: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১০, পোস্ট কোড ১০২: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ৫, পোস্ট কোড ১০৩: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ১০, পোস্ট কোড ১০৪: ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ২, পোস্ট কোড ১০৫: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২, পোস্ট কোড ১০৬: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং: ৫, পোস্ট কোড ১০৭: সিভিল ইঞ্জিনিয়ারিং: ৪, পোস্ট কোড ১০৮: লাইব্রেরি সায়েন্স: ৩।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের শূন্যপদ: পোস্ট কোড ১০৯: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২০, পোস্ট কোড ১১০: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ১০, পোস্ট কোড ১১১: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ১৫, পোস্ট কোড ১১২: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫, পোস্ট কোড ১১৩: সিভিল ইঞ্জিনিয়ারিং: ৯।

ট্রেড অ্যাপ্রেন্টিসের শূন্যপদ: পোস্ট কোড ১২১: ফিটার: ২২, পোস্ট কোড ১২২: ওয়েল্ডার: ১০, পোস্ট কোড ১২৩: ইলেক্ট্রিশিয়ান: ৯, পোস্ট কোড ১২৪: টার্নার: ৬, পোস্ট কোড ১২৫: মেশিনিস্ট: ২, পোস্ট কোড ১২৬: ড্রাফটসম্যান (মেকানিক): ২, পোস্ট কোড ১২৭: ড্রাফটসম্যান (সিভিল): ৪, পোস্ট কোড ১২৮: ইলেক্ট্রনিক মেকানিক বা মেকানিক (রেডিও অ্যান্ড টেলিভিশন): ৫, পোস্ট কোড ১২৯: ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৪, পোস্ট কোড ১৩০: রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৪, পোস্ট কোড ১৩১: মেকানিক ডিজেল: ৪, পোস্ট কোড ১৩২: কার্পেন্টার: ২, পোস্ট কোড ১৩৩: ইনস্ট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট): ১, পোস্ট কোড ১৩৪: প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (পিএএসএএ) বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সিওপিএ): ৪৫।

বয়সসীমা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ২১ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ট্রেড অ্যাপ্রেন্টিসদের ৪ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: লাইব্রেরি সায়েন্স ডিসিপ্লিনের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি (আর্টস/ সায়েন্স/ কমার্সে) সঙ্গে লাইব্রেরি সায়েন্স/ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ফার্স্ট ক্লাস ডিগ্রি। বাকি ডিসিপ্লিনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিগ্রি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিপ্লোমা।

ট্রেড অ্যাপ্রেন্টিস: এসএসএলসি পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটির আইটিআই/এনটিসি সার্টিফকেট।

টেকনিশিয়ান ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে পাশ করে থাকলে তবেই আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে। মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.iprc.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স নিয়ে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন ‘ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri, Tirunelveli District, Tamil Nadu’ ঠিকানায় গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড) সঙ্গে নিয়ে যেতে হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা। বাকি ডিসিপ্লিনগুলির ওই দিন বেলা ১.৩০। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিদের (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টা, বাকি ডিসিপ্লিন গুলির ওই দিন বেলা ১.৩০। ট্রেড অ্যাপ্রেন্টিসের (ফিটার, পিএএসএএ বা সিওপিএ, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, ইলেক্ট্রনিক মেকানিক বা মেকানিক আরঅ্যান্ডটিভি) আগামী ৪ জানুয়ারি সকাল ৯টা, বাকি ডিসিপ্লিনগুলির ওই দিন বেলা ১.৩০। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। পুরো বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেওয়া দরকার বলে জানানো হয়েছে।