ইসরোয় ৩২৭ সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার

842
0
ISRO

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে ৩২৭ জন সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। কেবলমাত্র তপশিলি জাতির প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পোস্ট কোড বিই০০১: সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স): ১৩১। পোস্ট কোড বিই০০২: সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ১৩৫। পোস্ট কোড বিই০০৩: সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স): ৫৮। পোস্ট কোড বিই০০৮: সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স) অটোনোমাস বডি: ৩।

যোগ্যতা: ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ফার্স্ট ক্লাস বিই/ বিটেক বা সমতুল।

বয়সসীমা: ৪ নভেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। প্রাক্তন সেনাকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড অথবা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://www.isro.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।