ইসরোয় ৮৬ টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিঃ

1064
0
ISRO

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার বেঙ্গালুরুতে ৮৬ জন টেকনিশিয়ান-বি, ড্রাফটসম্যান-বি ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: HSFC/01/RMT/2019.

শূন্যপদের বিন্যাস: টেকনিশিয়ান-বি: পোস্ট কোড টিই০১: ফিটার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ১), পোস্ট কোড টিই০২: ইলেক্ট্রনিক মেকানিক: ১৫ (অসংরক্ষিত ৫, ওবিসি ৪¸ তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২), পোস্ট কোড টিই০৩: প্লাম্বার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১), পোস্ট কোড টিই০৪: ওয়েল্ডার: ১ (অসংরক্ষিত), পোস্ট কোড টিই০৫: মেশিনিস্ট: ১ (ওবিসি)।

ড্রাফটসম্যান-বি: পোস্ট কোড ডিএম০১: ড্রাফটসম্যান মেকানিক্যাল: ১০ (অসংরক্ষিত ৩, ইডব্লুএস ২), পোস্ট কোড ডিই০১: ড্রাফটসম্যান ইলেক্ট্রিক্যাল: ২ (অসংরক্ষিত)।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: পোস্ট কোড টিএ০১: মেকানিক্যাল: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১), পোস্ট কোড টিএ০২: ইলেক্ট্রনিক্স: ১২ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১), পোস্ট কোড টিএ০৩: সিভিল: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা: টেকনিশিয়ান-বি (ফিটার, ইলেক্ট্রনিক মেকানিক, প্লাম্বার, ওয়েল্ডার, মেশিমিস্ট): এসএসএলসি/ এসএসসি/ ম্যাট্রিকুলেশন পাশ সঙ্গে এনসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।

ড্রাফটসম্যান-বি (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল): এসএসএলসি/ এসএসসি/ ম্যাট্রিকুলেশন পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল): স্বীকৃত স্টেট বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: টেকনিশিয়ান-বি ও ড্রাফটসম্যান-বি পদে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০ টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ২৫০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড বা চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.isro.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।