ইস্ট কোস্ট রেলে ১২১৬ অ্যাপ্রেন্টিস

961
0
Railway Apprentice 2023

ইস্ট কোস্ট রেলে ১২১৬ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ভুবনেশ্বর। নোটিফিকেসন নম্বর: ECoR/RRC/Act Appr/2019.

শূন্যপদের বিন্যাস: ১) ইস্ট কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার্স: কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

২) ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ, মাঞ্চেশ্বর, ভুবনেশ্বর: ফিটার: ৮০ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ২০, ওবিসি ২২, ইডব্লুএস ৮)। শিট মেটাল ওয়ার্কার: ২০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৫, ইডব্লুএস ২)। ওয়েল্ডার: ৩৮ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১০, ওবিসি ১০, ইডব্লুএস ৪)। মেশিনিস্ট: ১২ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। মেকানিক (এমভি): ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ৩০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৮, ইডব্লুএস ৩)। ইলেক্ট্রিশিয়ান: ৩০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮, ইডব্লুএস ১১)। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ওয়্যারম্যান: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পেইন্টার: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

 

৩) খুরদা রোড ডিভিশন: ফিটার: ১১২ (অসংরক্ষিত ২৭, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ২৮, ওবিসি ৩০, ইডব্লুএস ১১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৩৪ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৯, ওবিসি ৯, ইডব্লুএস ৩)। টার্নার: ৬ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ৫৩ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ১৪, ইডব্লুএস ৫)। মেশিনিস্ট: ১২ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ড্রাফটসম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ১১ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ওয়্যারম্যান: ১২ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ৪০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১০, বিসি ১১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ১৬ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৪, ইডব্লুএস ২)। প্লাম্বার: ৯ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২, ইডব্লুএস ১)। ম্যাসন: ৯ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২, ইডব্লুএস ১)।

 

৪) ওয়ালটেয়ার ডিভিশন: ফিটার: ২৫৬ (অসংরক্ষিত ১০৭, তপশিলি জাতি ৩৭, তপশিলি উপজাতি ১৭, ওবিসি ৬৯, ইডব্লুএস ২৬)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৬৪ (অসংরক্ষিত ২৮, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৭, ইডব্লুএস ৬)। টার্নার: ১৪ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ১২০ (অসংরক্ষিত ৫১, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৩২, ইডব্লুএস ১২)। মেশিনিস্ট: ১৬ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ২)। ড্রাফটসম্যান (মেকানিক): ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ড্রাফটসম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ওয়্যারম্যান: ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ২৪ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬, ইডব্লুএস ২)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ২১ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৬, ইডব্লুএস ২)। প্লাম্বার: ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। ম্যাসন: ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)।

 

৫) সম্বলপুর ডিভিশন: ফিটার: ৩৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৯, এবিসি ৯, ইডব্লুএস ৪)। ইলেক্ট্রিশিয়ান: ১৫ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ড্রাফটসম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)। ওয়্যারম্যান: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। প্লাম্বার: ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। ম্যাসন: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)।

বয়সসীমা: ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১০+২ সিস্টেমে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে এনসিভিটি/ এসসিভিটির ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), শিট মেটাল ওয়ার্কার, ওয়্যারম্যান ও কার্পেন্টারের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ই-ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rrcbbs.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। প্রার্থী যে-কোনো একটি ইউনিটের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় তা নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ জানুয়ারি রাত ২৩.৫৯ পর্যন্ত। https://rrcbbs.org.in/notification_2019.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।