Site icon জীবিকা দিশারী

ইস্ট কোস্ট রেলে ১২১৬ অ্যাপ্রেন্টিস

Railway Apprentice 2023

ইস্ট কোস্ট রেলে ১২১৬ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ভুবনেশ্বর। নোটিফিকেসন নম্বর: ECoR/RRC/Act Appr/2019.

শূন্যপদের বিন্যাস: ১) ইস্ট কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার্স: কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

২) ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ, মাঞ্চেশ্বর, ভুবনেশ্বর: ফিটার: ৮০ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ২০, ওবিসি ২২, ইডব্লুএস ৮)। শিট মেটাল ওয়ার্কার: ২০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৫, ইডব্লুএস ২)। ওয়েল্ডার: ৩৮ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১০, ওবিসি ১০, ইডব্লুএস ৪)। মেশিনিস্ট: ১২ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। মেকানিক (এমভি): ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ৩০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৮, ইডব্লুএস ৩)। ইলেক্ট্রিশিয়ান: ৩০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮, ইডব্লুএস ১১)। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ওয়্যারম্যান: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পেইন্টার: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

 

৩) খুরদা রোড ডিভিশন: ফিটার: ১১২ (অসংরক্ষিত ২৭, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ২৮, ওবিসি ৩০, ইডব্লুএস ১১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৩৪ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৯, ওবিসি ৯, ইডব্লুএস ৩)। টার্নার: ৬ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ৫৩ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ১৪, ইডব্লুএস ৫)। মেশিনিস্ট: ১২ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ড্রাফটসম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ১১ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ওয়্যারম্যান: ১২ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ৪০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১০, বিসি ১১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ১৬ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৪, ইডব্লুএস ২)। প্লাম্বার: ৯ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২, ইডব্লুএস ১)। ম্যাসন: ৯ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২, ইডব্লুএস ১)।

 

৪) ওয়ালটেয়ার ডিভিশন: ফিটার: ২৫৬ (অসংরক্ষিত ১০৭, তপশিলি জাতি ৩৭, তপশিলি উপজাতি ১৭, ওবিসি ৬৯, ইডব্লুএস ২৬)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৬৪ (অসংরক্ষিত ২৮, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৭, ইডব্লুএস ৬)। টার্নার: ১৪ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ১২০ (অসংরক্ষিত ৫১, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৩২, ইডব্লুএস ১২)। মেশিনিস্ট: ১৬ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ২)। ড্রাফটসম্যান (মেকানিক): ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ড্রাফটসম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ওয়্যারম্যান: ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ২৪ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬, ইডব্লুএস ২)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ২১ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৬, ইডব্লুএস ২)। প্লাম্বার: ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। ম্যাসন: ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)।

 

৫) সম্বলপুর ডিভিশন: ফিটার: ৩৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৯, এবিসি ৯, ইডব্লুএস ৪)। ইলেক্ট্রিশিয়ান: ১৫ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৪, ইডব্লুএস ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ড্রাফটসম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)। ওয়্যারম্যান: ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। কার্পেন্টার: ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। প্লাম্বার: ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। ম্যাসন: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)।

বয়সসীমা: ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১০+২ সিস্টেমে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে এনসিভিটি/ এসসিভিটির ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), শিট মেটাল ওয়ার্কার, ওয়্যারম্যান ও কার্পেন্টারের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ই-ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rrcbbs.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। প্রার্থী যে-কোনো একটি ইউনিটের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় তা নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ জানুয়ারি রাত ২৩.৫৯ পর্যন্ত। https://rrcbbs.org.in/notification_2019.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।

Exit mobile version