উচ্চমাধ্যমিকদের জন্য কলকাতা পুরসভায় ২০০

1188
2

কলকাতা মিউনিপ্যাল কর্পোরেশনে ২০০ জন জুনিয়র অ্যাসিস্টান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর ১৫/২০১৮। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ২০০ (অসংরক্ষিত ৮৫, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ৯, অসংরক্ষিত প্রাক্তন সেনাকর্মী ১১, অসংরক্ষিত মেধাবী ক্রীড়াবিদ ৬, তপশিলি জাতি ৪০, তপশিলি জাতি প্রাক্তন সেনাকর্মী পুরুষ ৩, তপশিলি উপজাতি ১২, ওবিসি এ ২০, ওবিসি বি ১৪)।

বেতনক্রম: পে ব্যান্ড টু অনুযায়ী মূল বেতন ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৬০০ টাকা। অন্যান্য ভাতাও আছে।

যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সমতুল থেকে উচ্চমাধ্যমিক/সমতুল পাশ। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই পদ্ধতি ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত সময়মতো ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ২০০ টাকা (আবেদনের ফি ১৫০ টাকা+ প্রসেসিং ফি ৫০ টাকা)। ব্যাঙ্ক চার্জ বাবদ বাড়তি ২০ টাকা দিতে হবে। এরাজ্যের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, তাঁদের কেবল প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা ও বাড়তি ২০ টাকা ব্যাঙ্ক চার্জ বাবদ দিতে হবে। ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় অ্যাকাউন্ট নম্বর- ০০৮৮০১০৩৬৭৯৩৬-তে চালানের মাধ্যমে ফি দিতে হবে। ওয়েবসাইট থেকে চালান জেনারেট করা যাবে ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। সেই ব্যাঙ্কে চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে ১৩ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত, ব্যাঙ্কের সময়সীমার মধ্যে। এছাড়া অনলাইনেও আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে ১৪ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০১৮-এর মধ্যে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।