উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ

759
1
NBU Picture

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের জন্য প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষাগত যোগ্যতা ও সুযোগ সুবিধা ইউজিসি নিয়মানুযায়ী।

জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিকস, মাইক্রোবায়োলজি, সোসিওলজি, সংস্কৃত, এডুকেশন সহ আরও অনেক পদে প্রফেসর ও অ্যাসোসি্য়েট পদের জন্য আবেদন পত্র চেয়েছে।

আগামী ২৫.৬.২৮-র মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন পৌঁছতে হবে।

পিএইচডি করা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

আবেদনের ঠিকানা  Office of the Registrar, University of North Bengal, P.O.N B.U, dist, Darjeeling . pin734013.

বিস্তারিত www.nbu.ac.in (recruitment section)

যাঁরা প্রশের ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদন করবেন, তাঁরা অবশ্যই দেখুন  http://nbujournal.in