উত্তর-পূর্ব রেলে ৯৫৪ গেটম্যান

766
0
recruitment-railway-picture

উত্তর-পূর্ব রেলের লক্ষ্ণৌ ও বারাণসী ডিভিশনে ৯৫৪ জন গেটম্যান নিয়োগ করা হবে। কেবল প্রাক্তন সেনাকর্মীরা নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: লক্ষ্ণৌ ডিভিশনে শূন্যপদ ২৩০। বারাণসী ডিভিশনে শূন্যপদ ৭২৪।

যোগ্যতা: ম্যাট্রিকুলেশন বা সমতুল।

বেতন: লেভেন ওয়ান অনুযায়ী গ্রেড পে ১৮০০ টাকা, সব মিলিয়ে প্রতি মাসে মোট প্রায় ২৫০০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর।

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করা যাবে। www.ner.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘কন্ট্যাক্ট আস/রিক্রুটমেন্ট’ > ‘রিক্রুটমেন্ট’ > ‘আরআরসি’ লিঙ্কে অনলাইন আবেদন করতে হবে। উপরোক্ত ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করে অফলাইনেও আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পাঠাতে হবে Railway Recruitment Board, Rail Gate no 14, Gorakhpur-273012 ঠিকানায়। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে crrcner@gmail.com-এ মেল করতে পারেন। অনলাইন আবেদন করা যাবে ৫ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত। তারপরেও আবেদন করতে পারেন ২০ আগস্ট পর্যন্ত, তবে তাঁদের আবেদন বিবেচিত হবে ৫ তারিখ পর্যন্ত পাওয়া আবেদনের ভিত্তিতে সব শূন্যপদ পূরণ না হলে। তার পরেও আবেদন করতে পারেন ৩০ আগস্ট পর্যন্ত, তবে তাঁদের আবেদন বিবেচিত হবে ২০ তারিখ পর্যন্ত পাওয়া আবেদনের ভিত্তিতেও সব শূন্যপদ পূরণ না হলে।