উত্তর-পূর্ব সীমান্ত রেলে সাড়ে চার হাজার অ্যাপ্রেন্টিস

2459
0
Rail, Railway Job, Railway Para-medical Job

উত্তর-পূর্ব সীমান্ত রেলে ৪৪৯৯ জন অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।

ইউনিট অনুযায়ী শূন্যপদ: আলিপুরদুয়ার: ৪৯৩, কাটিহার অ্যান্ড টিডিএইচ ওয়ার্কশপ: ৯৭০, রঙ্গিয়া: ৪৩৫, লামডিং অ্যান্ড এসঅ্যান্ডটি/ ওয়ার্কশপ: ১৩০২, তিনসুকিয়া: ৪৮৪, নিউ বনগাইগাঁও ওয়ার্কশপ অ্যান্ড ইডব্লুএস/ বিএনজিএন: ৫৩৯, ডিব্রুগড় ওয়ার্কশপ: ২৭৬।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়ীসামা এক বছর, অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ বা সমতুল এবং সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ এসবিআই চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল