উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

545
0
north24parganas-picture

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ভূগোল সহ বিএ পাশ ওবিসি এ (ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর সহ) ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক/ শিক্ষিকা চাই।

বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ২৯ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: প্রশাসক, কুমারপুকুর হাইস্কুল (উঃমাঃ) পোঃ মাখালগাছা, উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩৪২২।

ফোন নম্বর: ৯১৫৩০৯৬২৮।

 

 

ডেপুটেশন ভ্যাকান্সিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর সহ বিএসসি বায়ো (তপশিলি জাতি) ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক/ শিক্ষিকা চাই।

বায়োডেটা সহ ২৯ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: সম্পাদক, তরণীপুর কলোনি জুঃ হাইস্কুল, পোঃ তরণীপুর, জেলা উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২৭৩।

ফোন নম্বর: ৯৭৩৪৪৭৮৫৮৪।

 

 

ডেপুটেশন ভ্যাকান্সিতে ইংরেজি বিষয়ে বিএ/ এমএ (ন্যূনতম ৫০ শতাংশ নম্বর) বিএড শিক্ষক/ শিক্ষিকা (অসংরক্ষিত) চাই।

যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৯ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: প্রধান শিক্ষক, কপিলেশ্বরপুর হাইস্কুল (উঃমাঃ), পোঃ কপিলেশ্বরপুর, জেলা উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২৪৭।

মোবাইল নম্বর: ৯৪৭৪১৯২৭০২।