উত্তর ২৪ পরগনায় স্কুলে চাকরি

639
0
north24parganas-picture

  • ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএড সহ এমএ- নূন্যতম ৪৫% নম্বর সহ সংস্কৃতে  শারীরিক প্রতিবন্ধী অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় যোগ্যতা এবং শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট সহ ৪ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
    ঠিকানা: সম্পাদক, উত্তর আখড়াতলা এস. ইনস্টিটিউশন ( পোস্ট: চৈতল, উত্তর ২৪ পরগনা, পিন: ৭৪৩৪৫৬ 
  • ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দর্শনে এমএ, বিএড (৪৫% নম্বর সহ) তপশিলি জাতি শিক্ষক/ চাই। যাবতীয় প্রমাণপত্র এবং বায়োডেটা সহ ৫ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
    ঠিকানা: সভাপতি, উত্তর রূপমারি হাইস্কুল, পোস্ট: রূপমারি, জেলা উত্তর ২৪ পরগনা, হাসনাবাদ, পিন: ৭৪৩৪৩৫ ফোন নম্বর: ৯৪৭৭১৪১১০৪ 
  • ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) ইংরেজিতে বিএ (পাস) তপশিলি জাতি, ২) পিওর সায়েন্সে (পাস্) অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৬ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
    ঠিকানা: Dongaria Anumati Balika Vidyalaya (H.S.), Vill+PO: Dongaria, PS: Nodakhali, Dist: South 24 Parganas, Pin: 743318. Ph no: 033-24806190/ 8017111253.