এআইসিটিইতে ইন্টার্নশিপ করার সুযোগ

1440
0
PSC Clerkship Type Test

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টিচার এডুকেশনে ইন্টার্নশিপের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ের ওপর পেইড ইন্টার্নশিপ করার জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

প্রোগ্রামিং বিষয়ের জন্য ৮ জন, ইউএই ডিজাইনের জন্য ৩ জন, কমিউনিকেশন বিষয়ের জন্য ৪ জন ও ডিজিটাল মার্কেটিং/অ্যানালিটিক্স-এর জন্য ৫ জন ইন্টার্ন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এআইসিটিই/ এনআইটিএস/ আইআইটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিই বা বিটেক (৭৫ শতাংশ বা ৭.৫ সিজিপিএ) উত্তীর্ণ হতে হবে। ইন্টার্নশিপ চলবে দুই থেকে ছয় মাসের জন্য। মাসিক স্টাইপেন্ড হবে ৫ হাজার টাকা। প্রাথীরা “ওয়ার্ক ফ্রম হোম” মোডে কাজ করতে পারবেন। আগামী ৪ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের জন্য ওয়েবসাইট: https://internship.aicte-india.org/index_new.php

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল