এআইসিটিই-র অনুমোদনহীন টেকনিক্যাল কোর্সে ভর্তি সতর্কতা

717
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) একটি বিজ্ঞপ্তি (Advt No Approval/07(04)/2018) প্রকাশ করে জানাচ্ছে, যেসমস্ত ডিমড-টু-বি ইউনিভর্সিটি এআইসিটিই-র পূর্ব অনুমোদন নেয়নি তারা কোনো টেকনিক্যাল কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করলে সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট হতে পারে। এআইসিটিই-র অনুমোদন ব্যতীত সমস্ত রকম টেকনিক্যাল ইনস্টিটিউশনে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ রাখা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। এআইসিটিই-র অনুমোদন যারা পেয়েছে তাদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: www.aicte-india.org