এইমসের ১৮৫ মেডিকেল স্টাফ

1181
0
aiims kalyani recruitment 2022

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের গোরক্ষপুর, ভোপাল শাখায় দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে নানা পদে ১৮৫ জন নিয়োগ করা হবে।

 

১) বিজ্ঞপ্তি নম্বর: Admn/Faculty/Gorakhpur/02/2018-AIIMS.JDH. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস গোরক্ষপুরে বিভিন্ন দপ্তরে ৪৩ জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।

শূন্যপদ: প্রফেসর: ৮ (অ্যানাটমি ১, বায়োকেমিস্ট্রি ১, কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন ১, ফিজিওলজি ১, জেনারেল মেডিসিন ১, জেনারেল সার্জারি ১, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ১, রেডিও ডায়াগনোসিস ১)।

অ্যাডিশনাল প্রফেসর: ১০ (অ্যানাটমি ১, বায়োকেমিস্ট্রি ১, কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন ১, ফিজিওলজি ১, জেনারেল সার্জারি ১, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ১, অপথ্যালমোলজি ১, ইএনটি ১, ডারমেটোলজি ১, সাইকিঅ্যাট্রি ১)।

অ্যাসোশিয়েট প্রফেসর: ১১ (অ্যানাটমি ১, বায়োকেমিস্ট্রি ১, কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন ১, ফিজিওলজি ১, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ১, অপথ্যালমোলজি ১, ইএনটি ১, ডারমেটোলজি ১, রেডিও ডায়াগনোসিস ১, সাইকিঅ্যাট্রি ১, অর্থোপেডিক্স ১)।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ১৪ (অ্যানাটোমি ৩, বায়োকেমিস্ট্রি ৩, কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন ৩, ফিজিওলজি ৩, ডারমেটোলজি ১, রেডিও ডায়াগনোসিস ১)।

যোগ্যতা: প্রফেসর: মেডিকেল প্রার্থী (জেনারেল ডিসিপ্লিন): ১) ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ১৪ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

সুপার স্পেশ্যালিটি ডিসিপ্লিন: ১) ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। ৩) এমসিএইচ ফর সার্জিক্যাল সুপার স্পেশ্যালিটি এবং ডিএম ফর মেডিকেল সুপার স্পেশ্যালিটি (দুই বা তিন বা পাঁচ বছরের কোর্স)। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ১২ বছরের পড়ানোর বা রিসার্চের অভিজ্ঞতা।

নন-মেডিকেল প্রার্থী: ১) সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে মাস্টার ডিগ্রি। ২) ডক্টরেট ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয় বা ডিসিপ্লিনে ১৪ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

অ্যাডিশনাল প্রফেসর: মেডিকেল প্রার্থী (জেনারেল ডিসিপ্লিন): ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ১০ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

সুপার স্পেশ্যালিটি ডিসিপ্লিন: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। সংশ্লিষ্ট ডিসিপ্লিন/ বিষয়ে ডিএম বা এমসিএইচ (দুই বা তিন বা পাঁচ বছরের কোর্স)। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ৮ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

নন-মেডিকেল প্রার্থী: ১) সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে মাস্টার ডিগ্রি। ২) ডক্টরেট ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয় বা ডিসিপ্লিনে ১০ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

অ্যাসোশিয়েট প্রফেসর: মেডিকেল প্রার্থী (জেনারেল ডিসিপ্লিন): ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ৬ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

সুপার স্পেশ্যালিটি ডিসিপ্লিন: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। সংশ্লিষ্ট ডিসিপ্লিন/ বিষয়ে ডিএম বা এমসিএইচ (দুই বা তিন বা পাঁচ বছরের কোর্স)। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ৪ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

নন-মেডিকেল প্রার্থী: ১) সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে মাস্টার ডিগ্রি। ২) ডক্টরেট ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয় বা ডিসিপ্লিনে ৬ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: মেডিকেল প্রার্থী (জেনারেল ডিসিপ্লিন): ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ৩ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

সুপার স্পেশ্যালিটি ডিসিপ্লিন: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের শিডিউল ওয়ান বা টু বা থার্ড শিডিউলের পার্ট টু অনুযায়ী মেডিকেল যোগ্যতা। ২) পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা যেমন এমডি/ এমএস বা সমতুল। সংশ্লিষ্ট ডিসিপ্লিন/ বিষয়ে ডিএম বা এমসিএইচ (দুই বা তিন বা পাঁচ বছরের কোর্স)। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে ১ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

নন-মেডিকেল প্রার্থী: ১) সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে মাস্টার ডিগ্রি। ২) ডক্টরেট ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয় বা ডিসিপ্লিনে ৩ বছরের পড়ানোর বা রিসার্চ অভিজ্ঞতা।

বয়সসীমা: প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৮ বছর। অ্যাসোশিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৩০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতিদের ১০০০ টাকা। মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ২০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.aiimsjodhpur.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পর্কে সময়মতো ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অফিসের সময়ে ফোন করতে পারেন ০২৯১-২৭৪০৭৪১ নম্বরে।

 

২) বিজ্ঞপ্তি নম্বর: AIIMS/Bhopal/Rectt.Cel/2019/01. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ভোপালে ১৪২ জন কর্মী নিয়োগ করা হবে ডেপুটেশনের ভিত্তিতে। কেবলমাত্র সরকারি কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশদ শর্তাবলি নিচে দেওয়া ওয়েবসাইট থেকে জানা যাবে।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিন্টেডেন্ট: ৩০। প্রাইভেট সেক্রেটারি: ৫। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: ৬। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ টেকনিশিয়ান: ১৫। জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার (রিসেপশনিস্ট): ৫। সিনিয়র মেকানিক (এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন): ৬। সিনিয়র অপারেটর (ইঅ্যান্ডএম): ৭। এছাড়াও ফিনান্সিয়াল অ্যাডভাইসার, চিফ লাইব্রেরিয়ান, চিফ নার্সিং অফিসার, সিনিয়র অ্যানালিস্ট, সিনিয়র প্রোকিউরমেন্ট কাম স্টোরস অফিসার, সিনিয়র প্রোগ্রামার, ফিনান্স অ্যান্ড চিফ অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব এগজামিনেশন, সিএসএসডি অফিসার, চিফ ডায়েটিশিয়ান, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল, এসিঅ্যান্ডআর), হসপিটাল আর্কিটেক্ট, ডেপুটি চিফ সিকিউরিটি অফিসার, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, সিকিউরিটি অফিসার, অ্যাকাউন্টস অফিসার, সুপারভাইজিং মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিএসএসডি সুপারভাইজার, লন্ড্রি ম্যানেজার, সিনিয়র স্যানিটেশন অফিসার, লাইব্রেরিয়ান গ্রেড ওয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফর ভিজিলেন্স সেল (সিভিল), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল, এসিঅ্যান্ডআর), চিফ ফার্মাসিস্ট, সিনিয়র ফার্মাসিস্ট, ম্যানেজার/ সুপারভাইজার/ গ্যাস অফিসার, অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অফিসার পদে একজন করে নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.aiimsbhopal.edu.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। পূরণ করা আবেদনপত্র ২২ এপ্রিল ২০১৯ বিকেল ৫টার মধ্যে পৌঁছতে হবে ‘The Administrative Officer, All India Institute of Medical Sciences (AIIMS), Administrative Block, 1st Floor, Medical College Building, Saket Nagar, Bhopal 462020 (MP)’ ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘Application for the Group A/B/C, Post of ………….on Deputation Basis.’  অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।