এইমসে সারাদেশে শাখাগুলিতে ৩৮০৩ নার্সিং অফিসার নিয়োগ

1746
0
WB Health Recruitment

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ৩৮০৩ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (এনওআরসিইটি) ২০২০-র মাধ্যমে৷ এখনও সব জায়গার শূন্যপদ জানানো হয়নি তাই শূন্যপদ আরও বাড়তে পারে৷ এখনও পর্যন্ত পাওয়া শূন্যপদের হিসাব জানা যাবে মূল বিজ্ঞপ্তিতে নিচের লিঙ্কে, যেমন কল্যাণীতে শূনপদ ৬০০। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ১০৬/ ২০২০, তারিখ: ০৫.০৮.২০২০৷

বেতনক্রম: পে ব্যান্ড ২ অনুযায়ী মূল বেতন ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪৬০০ টাকা৷

যোগ্যতা: ১. এ. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং অথবা বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বি. স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷

অথবা

২. এ. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বোর্ড থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা৷

বি. স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত, সি. অন্তত ৫০ শয্যার হাসপাতালে দু বছরের অভিজ্ঞতা৷

বয়সসীমা: ১৮ আগস্ট ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

পরীক্ষার ধরন: ২০০টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে (১৮০টি বিষয় ভিত্তিক ও ২০টি জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপ্টিটিউড), মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘণ্টা৷ পরীক্ষা হবে আগামী ১ সেপ্টেম্বর৷

আবেদনের ফি: ১৫০০ টাকা, তপশিলি জাত/ উপজাতি ও ইডব্লুএস প্রার্থীদের ১২০০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.aiimsexams.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত৷

https://www.aiimsexams.org/pdf/Advertisement%20NORCET%20-%2004-08-2020.pdf   লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল