Site icon জীবিকা দিশারী

এইমসে সারাদেশে শাখাগুলিতে ৩৮০৩ নার্সিং অফিসার নিয়োগ

WB Health Recruitment

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ৩৮০৩ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (এনওআরসিইটি) ২০২০-র মাধ্যমে৷ এখনও সব জায়গার শূন্যপদ জানানো হয়নি তাই শূন্যপদ আরও বাড়তে পারে৷ এখনও পর্যন্ত পাওয়া শূন্যপদের হিসাব জানা যাবে মূল বিজ্ঞপ্তিতে নিচের লিঙ্কে, যেমন কল্যাণীতে শূনপদ ৬০০। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ১০৬/ ২০২০, তারিখ: ০৫.০৮.২০২০৷

বেতনক্রম: পে ব্যান্ড ২ অনুযায়ী মূল বেতন ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪৬০০ টাকা৷

যোগ্যতা: ১. এ. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং অথবা বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বি. স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷

অথবা

২. এ. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বোর্ড থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা৷

বি. স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত, সি. অন্তত ৫০ শয্যার হাসপাতালে দু বছরের অভিজ্ঞতা৷

বয়সসীমা: ১৮ আগস্ট ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

পরীক্ষার ধরন: ২০০টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে (১৮০টি বিষয় ভিত্তিক ও ২০টি জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপ্টিটিউড), মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘণ্টা৷ পরীক্ষা হবে আগামী ১ সেপ্টেম্বর৷

আবেদনের ফি: ১৫০০ টাকা, তপশিলি জাত/ উপজাতি ও ইডব্লুএস প্রার্থীদের ১২০০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.aiimsexams.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত৷

https://www.aiimsexams.org/pdf/Advertisement%20NORCET%20-%2004-08-2020.pdf   লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Exit mobile version