Site icon জীবিকা দিশারী

এইমসে ২০০ নার্সিং অফিসার

WB Health Recruitment

কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস রায়পুরে ২০০ জন নার্সিং অফিসার (স্টাফ নার্স গ্রেড টু) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: Admin/Rec./Regular/Nursing Officer/2019/AIIMS.RPR/1234.

শূন্যপদের বিন্যাস: ২০০ (অসংরক্ষিত ৯০, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ৯, ওবিসি ৫৬, তপশিলি জাতি ২৯, তপশিলি উপজাতি ১৬)।

বয়সসীমা: ২১ জুলাই ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১) ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং অথবা বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং।  ২) স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।

অথবা ১) নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বোর্ড/ কাউন্সিল থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা। ২) স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত। ৩) শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর ন্যূনতম ৫০ শয্যার হাসপাতালে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ২১ জুলাই ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় পার্ট ওয়ানে থাকবে নার্সিং বিষয়ের প্রশ্ন (৮০টি প্রশ্ন, ৮০ নম্বর) এবং পার্ট টুতে জেনরেল অ্যাপ্টিটিউড ও জেনারেল অ্যাওয়্যারনেস (১০টি প্রশ্ন, ২০ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। প্রশ্নপত্র হবে ইংরেজি এবং হিন্দি ভাষায়। নেগেটিভ মার্কিং থাকবে, এক-একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা হবে। পরীক্ষা হবে চলতি বছরের আগস্ট মাসে।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ৮০০ টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.aiimsraipur.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি http://aiimsraipurnurseoff.cbtexam.in/Home/ListofExam.aspx লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে, ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ৮০-১০০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ৫০-৮০ কেবির মধ্যে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে মেল করতে পারেন helpdesk.aiimsraipur@gmail.com-এ, এছাড়া ফোন করতে পারেন ০৭৫৫৪০৩১৪২৭, ৭০০০৬৬৯৫৩৫ নম্বরে।

http://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5d15b04a1024f__Final%20Staff%20Nurse%20advt%20approved%2028.06.2019.pdf লিঙ্কে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

Exit mobile version