Site icon জীবিকা দিশারী

একক কন্যাসন্তানদের সিবিএসই স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু

CBSE Scholarship Course

Scholarship application form with pen


বাবা-মায়ের একমাত্র মেয়েদের একাদশ-দ্বাদশে পড়ার জন্য সেন্ট্রাল বোর্ড অব এডুকেশন (সিবিএসই)-এর মেরিট স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

যোগ্যতা—

১) বাবা-মায়ের একমাত্র মেয়ে সন্তান হতে হবে।

২) ২০১৯ সালে মাধ্যমিক দশম শ্রেণি স্তরে ৬০% বা তার বেশি নম্বর প্রাপ্ত হতে হবে।

৩) সিবিএসই বোর্ডের কোনো স্কুলে বর্তমানে একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পাঠরত হতে হবে।

৪) ছাত্রীর স্কুলের মাসিক ফি ১৫০০ টাকার মধ্যে হতে হবে।

৫) পরবর্তী দুই বছরের মাসিক ফি বৃদ্ধি ১০%-এর মধ্যে হতে হবে।

 

স্কলারশিপ অর্থের পরিমাণ— প্রতি মাস ৫০০ টাকা।

আবেদন— ফ্রেশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে। আবেদন করার শেষ তারিখ ১৮ অক্টোবর, ২০১৯। স্কলারশিপের অর্থ ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়বে। তার জন্য প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। রিনিউয়াল: প্রার্থীরা আগের বছর এই স্কলারশিপ পেয়ে থাকেল এ বছরের জন্য রিনিউয়াল-এর জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপ সম্বন্ধে বিশদে জানতে ও আবেদনের অনলাইন লিঙ্ক— http://cbse.nic.in/Scholarship/Webpages/Guidelines%20and%20AF.html

 

 

CBSE Scholarship Course

Exit mobile version