একাদশ-দ্বাদশ শ্রেণী শূন্যপদের স্কুলের তালিকা প্রকাশ

1183
1
Folafal Final Pic

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ-দ্বাদশ শ্রেণিতে স্কুল শিক্ষক নিয়োগের জন্য কোন কোন স্কুলে  সাম্প্রতিক শূন্যপদ রয়েছে তার তালিকা প্রকাশ করা হল বুধবার।

আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য আগামী ১৬ জুলাই, ২০১৮ থেকে কাউন্সেলিং শুরু হবে। সেইমতো ১০ জুলাই থেকে সফল ছাত্র-ছাত্রীরা কাউন্সেলিং ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারছেন। বুধবার থেকে সফল প্রার্থীরা কোন বিষয়ে, কোন মাধ্যমে , কোন জেলায় শূন্যপদ রয়েছে, সেটা চেক করে নিতে পারবেন।

ভ্যাকান্সি দেখার লিঙ্ক – http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalVacancySchool1112PH1/

অন্যদিকে, এসএসসির এই নিয়োগকেই কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে, মামলার বয়ানে জানানো হয়েছে, কাউন্সেলিংয়ের আগে পুরো মেধা তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু কাউন্সেলিংয়ের নোটিস দিয়ে দেওয়া হলেও পুরো মেধা তালিকা প্রকাশ না করায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ১২ জুলাই এই মামলার শুনানি রয়েছে।