একাধিক অসঙ্গতির অভিযোগ আপার প্রাইমারির নতুন মেধা তালিকায়

schedule
2021-07-09 | 08:06h
update
2021-07-09 | 08:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

একাধিক অস্বচ্ছতার অভিযোগ আসছে এসএসসির প্রকাশিত মেধা তালিকার (Upper। Primary)  বিরুদ্ধে। গতকালই আদালতের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির তালিকা প্রকাশ করে কমিশন। সেই তালিকা অনুযায়ী প্রার্থীরা নিজেদের অবস্থান যাচাই করতেই একের পর এক অসংলগ্নতা অভিযোগ উঠে আসতে থাকে।

 

এরকম অনেক প্রার্থী রয়েছেন, যাঁদের গতবারের ( যে তালিকা আদালত বাতিল করেছে) সেখানে নাম থাকলেও, তারা উত্তীর্ণ হলেও এবারের তালিকায় তাঁদের নাম নেই। কারো ক্ষেত্রে ডকুমেন্ট জনিত সমস্যা, কারো ক্ষেত্রে নম্বর জনিত সমস্যা। অথচ অনেক প্রার্থী অভিযোগ করেছেন, নতুন করে ডকুমেন্ট আপলোডের সময় তাদের কোন সমস্যা ছিল না। সফলভাবেই তাঁরা প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করেছেন। এমনকি অনেক প্রার্থীর রিজেক্টড তালিকাতেও নাম নেই। অনেক ক্ষেত্রে বেশকিছু প্রার্থী রয়েছেন, যাঁদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সংক্রান্ত নম্বর তুলনামূলক কম থাকলেও তারা চূড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ণ।

Advertisement

 

ইতিমধ্যেই আপার প্রাইমারীর প্রার্থীদের মধ্যে চূড়ান্ত অসন্তোষ তৈরি হয়েছে। আদালত থেকে নির্দেশ আসার পর এসএসসিকে নম্বর বিভাজন সহ পূর্ণ তালিকা প্রকাশের খবর এলে কিছুটা স্বস্তি পান প্রার্থীরা। কিন্তু গতকাল কাট অফ সংক্রান্ত নোটিশ, নম্বর বিভাজন সংক্রান্ত তালিকা, বাতিলদের তালিকা আলাদা আলাদাভাবে প্রকাশের পরেও একাধিক অসঙ্গতির অভিযোগ উঠে আসছে।

 

যদিও এখনও পর্যন্ত আপার প্রাইমারি সংক্রান্ত মামলায় অন্তবর্তী স্থগিতাদেশ জারি রয়েছে। স্বাভাবিকভাবেই, আদালতের রায়ের দিকেই তাকিয়ে আপার প্রাইমারি প্রার্থীদের একাংশ। এমনকি নতুন মেধা তালিকা প্রকাশের পরেও একগুচ্ছ পিটিশন দাখিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 02:37:03
Privacy-Data & cookie usage: