এনআইইএলআইটিতে ৫৬ সায়েন্টিস্ট

schedule
2018-11-19 | 12:48h
update
2018-11-19 | 12:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (এনআইইএলআইটি)-এর অধীনে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (আইসিএআরটি)-এ ৫৬ জন সায়েন্টিস্ট নিয়োগ করা হবে। বিজ্ঞাপন নম্বর এনআইইইএলআইটি/এনডিএল/আইসিএআরটি/২০১৮/১। মোট শূন্যপদের মধ্যে ৪২ জন সায়েন্টিস্ট ‘সি’ (অসংরক্ষিত ২২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১১) এবং ১৪ জন সায়েন্টিস্ট ‘ডি’ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। এই সবের মধ্যে থেকে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ২টি পদ সংরক্ষিত।

Advertisement

মূল বেতন ‘সি’ পদের জন্য লেভেল-১১ অনুযায়ী ৬৭৭০০-২০৮৭০০ টাকা এবং ‘ডি’ পদের জন্য লেভেল ১২ অনুযায়ী ৭৮৮০০-২০৯২০০ টাকা।

আবেদন করতে হবে অনলাইনে ২০ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে, এই ওয়েবসাইটের মাধ্যমে: http://recruitment-delhi.nielit.gov.in. আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স ও অন্যান্য শর্ত সহ বিস্তারিত জানা যাবে ২০ নভেম্বর থেকে, ওই ওয়েবসাইটে। এছাড়াও meaty.gov.in, cert-in.org.in, nielit.gov.in, ccdisabilities.nic.in ওয়েবসাইটগুলিতেও বিশদ জানানো হবে।

এই আগাম সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে:

http://cdn.sarkarinaukridaily.in/wp-content/uploads/2018/11/NIELIT.pdf?x41400

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 00:15:30
Privacy-Data & cookie usage: