এনআইটিতে ৫৮ লাইব্রেরিয়ান, অফিসার, অ্যাসিস্ট্যান্ট

874
0

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, রৌরকেল্লাতে ৫৮ জন লাইব্রেরিয়ান, সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সুপারিন্টেনডেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: NITR/ES/01/2020.

শূন্যপদের বিন্যাস: লাইব্রেরিয়ান: ১ (অসংরক্ষিত)। সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার: ১ (অসংরক্ষিত)। ডেপুটি রেজিস্ট্রার: ১ (অসংরক্ষিত)। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ২)। মেডিকেল অফিসার: ২ (অসংরক্ষিত)। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৭ (অসংরক্ষিত ৫, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। সুপারিন্টেনডেন্ট: ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫, ইডব্লুএস ২)। টেকনিশিয়ান: ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

যোগ্যতা, বয়স ও বেতন: লাইব্রেরিয়ান: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ ডকুমেন্টেশনে মাস্টার ডিগ্রি। ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে অন্তত দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর, মূল বেতন ১৪৪২০০-২১৮২০০ টাকা।

সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির বিই/ বিটেক সঙ্গে সিনিয়র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর, মূল বেতন ১২৩১০০-২১৫৯০০ টাকা।

ডেপুটি রেজিস্ট্রার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় মাস্টার ডিগ্রি সঙ্গে অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর, মূল বেতন ৭৮৮০০-২০৯২০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, মূল বেতন ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

মেডিকেল অফিসার: এমবিবিএস বা সমতুল ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, মূল বেতন ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির  বিই/ বিটেক/ এমসিএ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির  ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্সে প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সায়েন্সে মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, মূল বেতন ৩৫৪০০-১১২৪০০ টাকা।

সুপারিন্টেনডেন্ট: ১) প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি বা সমতুল অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় মাস্টার ডিগ্রি ২) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, মূল বেতন ৩৫৪০০-১১২৪০০ টাকা।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: সিনিয়র সেকেন্ডারি (১০+২) এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিটের দক্ষতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর, মূল বেতন ২৫৫০০-৮১১০০ টাকা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: সিনিয়র সেকেন্ডারি (১০+২) এবং প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিটের দক্ষতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর, মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা।

টেকনিশিয়ান: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি (১০+২) অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি (১০+২) সঙ্গে আইটিআই। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর, মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পূর্ণ হতে হবে ১২ ফেব্রুয়ারি ২০২০-র মধ্যে।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://www.nitrkl.ac.in/nonteaching/login.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

https://www.nitrkl.ac.in/docs/Career/Nonteaching/2020/201301191310_1.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ওই ওয়েবসাইটে জানা যাবে।