Site icon জীবিকা দিশারী

এনআইটিতে ৫৮ লাইব্রেরিয়ান, অফিসার, অ্যাসিস্ট্যান্ট


ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, রৌরকেল্লাতে ৫৮ জন লাইব্রেরিয়ান, সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সুপারিন্টেনডেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: NITR/ES/01/2020.

শূন্যপদের বিন্যাস: লাইব্রেরিয়ান: ১ (অসংরক্ষিত)। সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার: ১ (অসংরক্ষিত)। ডেপুটি রেজিস্ট্রার: ১ (অসংরক্ষিত)। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ২)। মেডিকেল অফিসার: ২ (অসংরক্ষিত)। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৭ (অসংরক্ষিত ৫, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। সুপারিন্টেনডেন্ট: ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫, ইডব্লুএস ২)। টেকনিশিয়ান: ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

যোগ্যতা, বয়স ও বেতন: লাইব্রেরিয়ান: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ ডকুমেন্টেশনে মাস্টার ডিগ্রি। ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে অন্তত দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর, মূল বেতন ১৪৪২০০-২১৮২০০ টাকা।

সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির বিই/ বিটেক সঙ্গে সিনিয়র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর, মূল বেতন ১২৩১০০-২১৫৯০০ টাকা।

ডেপুটি রেজিস্ট্রার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় মাস্টার ডিগ্রি সঙ্গে অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর, মূল বেতন ৭৮৮০০-২০৯২০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, মূল বেতন ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

মেডিকেল অফিসার: এমবিবিএস বা সমতুল ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, মূল বেতন ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির  বিই/ বিটেক/ এমসিএ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির  ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্সে প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সায়েন্সে মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, মূল বেতন ৩৫৪০০-১১২৪০০ টাকা।

সুপারিন্টেনডেন্ট: ১) প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি বা সমতুল অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় মাস্টার ডিগ্রি ২) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, মূল বেতন ৩৫৪০০-১১২৪০০ টাকা।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: সিনিয়র সেকেন্ডারি (১০+২) এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিটের দক্ষতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর, মূল বেতন ২৫৫০০-৮১১০০ টাকা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: সিনিয়র সেকেন্ডারি (১০+২) এবং প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিটের দক্ষতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর, মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা।

টেকনিশিয়ান: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি (১০+২) অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি (১০+২) সঙ্গে আইটিআই। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর, মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পূর্ণ হতে হবে ১২ ফেব্রুয়ারি ২০২০-র মধ্যে।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://www.nitrkl.ac.in/nonteaching/login.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

https://www.nitrkl.ac.in/docs/Career/Nonteaching/2020/201301191310_1.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ওই ওয়েবসাইটে জানা যাবে।

 

 

Exit mobile version