এনএমডিসি-তে ১৮০ অ্যাপ্রেন্টিস

1146
0

কেন্দ্রীয় সরকারের এনএমডিসি লিমিটেডে ১৮০ জন ট্রেড/ গ্র্যাজুয়েট/টেকনিশিয়ান ডিপ্লোমা ও টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: KC/T,S&E/93/1346/2019. প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।
শূন্যপদ: ট্রেড অ্যাপ্রেন্টিস: ক্রমিক সংখ্যা ১: সিওপিএ: ৩৯। ক্রমিক সংখ্যা ২: মেশিনিস্ট: ৪। ক্রমিক সংখ্যা ৩: ফিটার: ১২। ক্রমিক সংখ্যা ৪: ওয়েল্ডার: ১৭। ক্রমিক সংখ্যা ৫: ডিজেল (মেকানিক্যাল): ১৮। ক্রমিক সংখ্যা ৬: মেকানিক মোটর ভিকল: ১২। ক্রমিক সংখ্যা ৭: ইলেক্ট্রিশিয়ান: ২০।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ক্রমিক সংখ্যা ৮: অ্যাপ্লায়েড জিওলজি: ১। ক্রমিক সংখ্যা ৯: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১। ক্রমিক সংখ্যা ১০: সিভিল ইঞ্জিনিয়ারিং: ৬। ক্রমিক সংখ্যা ১১: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ১। ক্রমিক সংখ্যা ১২: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ১। ক্রমিক সংখ্যা ১৩: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪। ক্রমিক সংখ্যা ১৪: ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং: ১। ক্রমিক সংখ্যা ১৫: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৭। ক্রমিক সংখ্যা ১৬: মাইনিং ইঞ্জিনিয়ারিং: ৫।
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ক্রমিক সংখ্যা ১৭: অ্যাপ্লায়েড জিওলজি: ১। ক্রমিক সংখ্যা ১৮: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ১। ক্রমিক সংখ্যা ১৯: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪। ক্রমিক সংখ্যা ২০: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪। ক্রমিক সংখ্যা ২১: মাইনিং ইঞ্জিনিয়ারিং: ১।
টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিস: ক্রমিক সংখ্যা ২২: অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং: ৪। ক্রমিক সংখ্যা ২৩: কম্পিউটার টেকনিশিয়ান: ১। ক্রমিক সংখ্যা ২৪: কো-অপারেশন: ৪। ক্রমিক সংখ্যা ২৫: হর্টিকালচার: ১। ক্রমিক সংখ্যা ২৬: মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান: ২। ক্রমিক সংখ্যা ২৭: অফিস সেক্রেটারি/ স্টেনোগ্রাফি: ২। ক্রমিক সংখ্যা ২৮: পারচেজিং অ্যান্ড স্টোর কিপিং: ৩। ক্রমিক সংখ্যা ২৯: সিভিল কনস্ট্রাকশন: ৩।
যোগ্যতা: ট্রেড অ্যাপ্রেন্টিস: আইটিআই পাশ। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ক্যাটেগরিতে ডিগ্রি। টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ক্যাটেগরিতে ডিপ্লোমা। টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিস: ১০+২ টেকনিক্যাল ভোকেশনাল পাশ। ২০১৬ সালের আগে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না। বাছাই প্রার্থীদের অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা: ৩১ মার্চ ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ট্রেড অ্যাপ্রেন্টিস: সিওপিএ, মেশিনিস্ট ও ফিটার ক্যাটেগরিতে ইন্টারভিউ হবে ১৫ জুন ২০১৯ তারিখে। ওয়েল্ডার-এর ইন্টারভিউ ১৬ জুন ২০১৯। ডিজেল মেকানিক্যাল, মেকানিক মোটর ভিকলের ইন্টারভিউ ১৭ জুন ২০১৯। ইলেক্ট্রিশিয়ান-এর ১৮ জুন ২০১৯।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: অ্যাপ্লায়েড জিওলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরিতে ইন্টারভিউ হবে ২০ জুন ২০১৯ তারিখে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২১ জুন ২০১৯। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ইন্টারভিউ ২২ জুন ২০১৯।
টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: অ্যাপ্লায়েড জিওলজি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরিতে ইন্টারভিউ হবে ২৩ জুন ২০১৯ তারিখ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারভিউ ২৪ জুন ২০১৯।
টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিস: এর সবকটি ক্যাটেগরির জন্যই ইন্টারভিউ হবে ২৫ জুন ২০১৯ তারিখে।
ইন্টারভিউ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত। ইন্টারভিউয়ের দিন ছবি সহ বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিকানা: Training Institute B.I.O.M., Kirandul Complex, Kirandul, Dist- Dantewada (C.G.)-49556.
ইন্টারভিউ দিতে ইচ্ছুক প্রার্থীদের ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে www.ncvtmis.gov.in এবং বাকিদের ক্ষেত্রে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। https://www.nmdc.co.in/Docs/Careers/CommonAdvertisementHindi-EnglishRevised.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।