এনটিপিসিতে ২৭৫ ইঞ্জিনিয়ার ও কেমিস্ট

1591
0
ntpc recruitment 2023

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে ২৭৫ জন ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট নিয়োগ করা হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত৷ নিচের যোগ্যতা ও অভিজ্ঞতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: ইঞ্জিনিয়ার: ২৫০ (ইলেক্ট্রিক্যাল ৭৫, মেকানিক্যাল ১১৫, ইলেক্ট্রনিক্স ৩০, ইনস্ট্রুমেন্টেশন ৩০)৷

অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: ২৫৷

যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম: ডিসিপ্লিন অনুযায়ী ইঞ্জিনিয়ার পদের যোগ্যতা (ই২ গ্রেড): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি৷

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ থার্মাল/ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি৷

ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে ডিগ্রি৷

ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলে ডিগ্রি৷

সবকটি ডিসিপ্লিনের ক্ষেত্রেই অপারেশন/ মেন্টেন্যান্স/ ইরেকশন/ কনস্ট্রাকশন/ মেইন প্ল্যান্ট থার্মাল বা মেইন প্ল্যান্ট গ্যাস পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার৷ তিন বছরের মধ্যে অন্তত দু বছর পাওয়ার প্ল্যান্ট সাইটে কাজ করে থাকতে হবে৷

বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর এবং মূল বেতন ৫০০০০-১৬০০০০ টাকা৷

অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (ই১ গ্রেড): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রিতে এমএসসি৷ অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে৷

বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর এবং মূল বেতন ৪০০০০-১৪০০০০ টাকা৷

আবেদনের ফি: ৩০০ টাকা৷ অনলাই্ন ও অফলাইন দুভাবেই ফি দেওয়া যাবে৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না৷ অনলাইনে নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে আর অফলাইনে স্টেট ব্য্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর ৩০৯৮৭৯১৯৯৯৩-তে ফি দেওয়া যাবে (সিএজি ব্র্যাঞ্চ, নয়া দিল্লি)৷

আবেদনের পদ্ধতি: www.ntpccareers.net ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ সরাসরি http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/searchjobs.php লিঙ্কে গিয়েও আবেদন করতে পারবেন৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত৷

http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index_files/Employment%20News%20Ad%20English.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল