এনসিইআরটিতে ২৬৬ প্রফেসর, অ্যাসিঃ প্রফেসর ও লাইব্রেরিয়ান নিয়োগ

1101
0
St. Xaviers College Recruitment 2024

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ে ২৬৬ জন প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লাইব্রেরিয়ান ও অ্যাসিস্ট্যান্ট লাইইব্রেরিয়ান নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ১৭১/২০২০৷

শূন্যপদ: প্রফেসর: ৩৮, অ্যাসোশিয়েট প্রফেসর: ৮৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ১৪২, লাইব্রেরিয়ান: ১, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: ২৷

আবেদনের ফি: ১০০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.ncert.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত৷ যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

http://recruitment.ncert.gov.in/NCERTADVT171-2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল