এমডি/এমএস/ পোস্ট গ্র্যাজুয়েট প্রবেশিকা ‘নিট’-এর আবেদন শুরু

708
0

ডাক্তারির এমডি/এমএস বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-পোস্ট গ্র্যাজুয়েট (নিট) ২০২০-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হল।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি বা প্রভিশনাল এমবিবিএস পাস সার্টিফিকেট।

পরীক্ষার ফি: অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের জন্য ৩৭৫০ টাকা এবং বাকি প্রার্থীদের জন্য ২৭৫০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.nbe.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আগামী ২১ নভেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা হবে ৫ জানুয়ারি ২০২০ তারিখে। ফল বের হবে ৩১ জানুয়ারি। পরীক্ষা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে 18002674003 নম্বরে ফোন করতে পারেন।

https://drive.google.com/file/d/140rq0y37jBUd8Jif4eS22BmLdkk1JKPG/view লিঙ্কে গিয়ে বুলেটিন দেখতে পারবেন।