এলআইসির এএও প্রিলি ফল বেরোল

618
0
LIC Housing Finance Limited

লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের যে প্রিলিমিনারি পরীক্ষা গত ৬ জুলাই হয়েছিল তার ফল বেরিয়েছে। মূলপর্বের পরীক্ষা হবে ১১ আগস্ট। পূর্বাঞ্চল সহ সমস্ত জোনের ফলাফল দেখা যাবে এই ওয়েবপেজের সংশ্লিষ্ট লিঙ্কগুলি থেকে:

https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice

অন্যান্য ইনফর্মেশন হ্যান্ড-আউট ইত্যাদি প্রাসঙ্গিক তথ্যের লিঙ্কও ওখানেই পাওয়া যাবে। প্রসঙ্গত, এই পরীক্ষা নিয়েছিল আইবিপিএস।

এলআইসির অ্যাসিট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগের মূল পরীক্ষার ফলও দেখা যাবে, এই পেজের লিঙ্কগুলিতে: https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Assistant-Administrative-Officer-20