এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং

841
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে সহশিক্ষক নিয়োগের জন্য এসএসসি আয়োজিত ১ম এসএলএসটি-২০১৬-র প্যানেলভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হবে আগামী ১৬ থেকে ২১ জুলাই। এসএসসির ৬ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে (Memo. No.669 /6602(II) /CSSC/ESTT/2018) একথা জানানো হয়েছে। কাউন্সেলিং হবে সল্ট লেকে করুণাময়ীর আনন্দলোক হাসপাতালের পাশে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নতুন এই ঠিকানায়: DK-7/2, Salt Lake, Sector-II, Kolkata-91. কাউন্সেলিংয়ের সময়সূচি কমিশনের ওয়েবসাইটে জানানো হবে ১০ জুলাই। ওইদিন সন্ধে থেকে সংশ্লিষ্ট প্রার্থীরা  ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন, নিজেদের ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে। আলাদা করে কাউকে কোনো চিঠি বা হার্ডকপি পাঠানো হবে না। স্কুল সার্ভিসের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%20Xi-XII-02.07.2018.pdf