এসএসসির ফেজ-৭ সিলেকশন পদগুলির পরীক্ষার চূড়ান্ত আন্সার-কি সহ প্রশ্নপত্র

710
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ফেজ-সেভেন/২০১৯ সিলেকশন পোস্টগুলিতে তিন স্তরে (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক-স্নাতকোত্তর যোগ্যতার) নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ফল গত ১৮ ফেব্রুয়ারি আপলোড করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে (আমরা তা জানিয়েছি ১৯ তারিখে এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=14737)। এবার তার চূড়ান্ত আন্সার-কি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হল, সঙ্গে প্রশ্নপত্রও। আগামী ৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত তা দেখতে পাওয়া যাবে, তারপরে নয়। তাই আন্সার-কি ও প্রশ্নপত্রের প্রিন্ট-আউট নিয়ে রাখতে পারেন এই সময়ের মধ্যে। ঢুকতে হবে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে, ঢুকতে পারেন সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: https://ssc.digialm.com/EForms/configuredHtml/2207/62143/login.html

কমিশনের ৬ মার্চের এই বিজ্ঞপ্তি (F.No.15/2/2018-RHQ(Vol.II.B)) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_for_Final_Answer%20Key_06032020.pdf