এসএসসির ৫৪,৯৫৩ কনস্টেবল পদের পরীক্ষায় আবেদন শুরু

994
0
SSC SI Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৮ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীতে ৫৪,৯৫৩ জন কনস্টেবল/রাইফেলম্যান নিয়োগের পরীক্ষার জন্য অনলাইন রজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১৪ আগস্ট (https://jibikadishari.co.in/?p=7207), জানানো হয়েছে আজ ১৭ আগস্ট বেলা ১০টা থেকে অনলাইন আবেদন শুরু।

ওয়ানটাইম অর্থাৎ এককালীন রেজিস্ট্রেশন একবার করা থাকলে এরপর স্টাফ সিলেকশন কমিশনের যে-কোনো পরীক্ষায় যোগ্যতা বুঝে আবেদন করতে চাইলে তা করা যাবে দ্রুত— নতুন করে সার্টিফিকেট মিলিয়ে নিজের নাম, জন্মতারিখ, ঠিকানা, ইমেল-মোবাইল নম্বর, কাস্ট, বাবা-মায়ের নাম, নিজের ছবি ইত্যাদি নতুন করে দিতে হবে না, শুধু মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে কিছু তথ্য আপডেটও করা যাবে।

একবার রেজিস্ট্রেশন করা হলে যে ইউজার নেম (রেজিস্ট্রেশনের সময় দেওয়া ইমেল আইডি) ও পাসওয়ার্ড তৈরি হবে তা দিয়ে এবং ক্যাপচা (কয়েকটি অক্ষরের টেক্সট— আপনি মানুষ না কম্পিউটার তা বোঝার জন্য নিরাপত্তা কোড) টূকে দিয়ে লগইন করে চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

এই লিঙ্কে: https://ssc.nic.in/