এসএসসি আপার প্রাইমারি ফল জানতে হলে

736
2
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ১ম এসএলএসটি, ২০১৬-র পরীক্ষার্থীরা নিজেদের ফলাফলের অবস্থান জেনে নিতে পারেন। ১৬-অঙ্কের অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ দিয়ে অবস্থান জেনে নিতে পারবেন এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1ResultUPLEVELPH1/searchResult/

বলা হয়েছে, এই ফল ‘প্রভিশনাল’ এবং এটি কেবল প্রার্থীদের অবস্থান জানার সুযোগের জন্য।

যাঁরা অ্যাপ্লিকেশন আইডি জানেন না তাঁরা কীভাবে তা জানতে পারেন সেবিষয়ে আমরা গত ৮ জুন জানিয়েছিলাম, আমাদের পোর্টালের এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=5552.