এসএসসি কনস্টেবল (জিডি) আবেদন সংশোধনের সুযোগ

1402
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

কনস্টেবল (জিডি) আবেদন সংশোধনের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন (Recruitment of Constable (GD) in CAPFs, NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2018)। সেন্ট্রাল এসএসসি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন সংশোধন করা যাবে। তবে শুধুমাত্র প্রার্থীর “Contact Details” – এ ‘Present Address’, ‘Permanent Address’ এবং “Other Details” -এ ছবি, স্বাক্ষর, থাম্ব ইম্প্রেশানে ভুল থাকলে সেটাই কেবলমাত্র ঠিক করা যাবে। কিছু-কিছু প্রার্থীর এককালীন রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া এ-সংক্রান্ত তথ্য আবেদনের ফর্মের তথ্যের সঙ্গে মিলছে না বলেই এই সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।
অনলাইনে নিজেদের প্রোফাইলে গিয়ে “মোডিফাই অপশন” লিঙ্ক থেকে এই নির্দিষ্ট বিষয়গুলি সংশোধন করে নেওয়া যাবে।
এসএসসি লিঙ্ক – https://ssc.nic.in/ 

 

SSC Constable, SSC