এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার চূড়ান্ত আন্সার-কি সহ প্রশ্নপত্র

836
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা (টিয়ার-টু)-র ফল ওয়েবসাইটে আপলোড করেছে গত ২৫ অক্টোবর (https://jibikadishari.co.in/?p=13270)। এবার তার চূড়ান্ত আন্সার-কি আপলোড করা হল, সঙ্গে প্রশ্নপত্রও। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত তা দেখতে পাওয়া যাবে, তারপরে নয়। তাই আন্সার-কি ও প্রশ্নপত্রের প্রিন্ট-আউট নিয়ে রাখতে পারেন এই সময়ের মধ্যে। ঢুকতে হবে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে, সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: https://ssc.digialm.com/EForms/configuredHtml/2207/62145/login.html

কমিশনের ৩০ অক্টোবরের এই বিজ্ঞপ্তি (F.No. 18/2/2018-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/CGLE18T2FINAL_ANSWER_KEY_30102019.pdf