এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশিত

929
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেয়িং ও কন্ট্র্যাক্ট) এগজামিনেশন-এর পেপার-টু-এর ফল বেরিয়েছে গত ২২ জুন (https://jibikadishari.co.in/?p=5876)। এবার পরীক্ষার্থীদের পাওয়া নম্বরের তালিকাও প্রকাশ করা হল। ১০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিজের রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখা যাবে এই লিঙ্কে: http://ssconline.nic.in/sscmarksmodule

এই সংক্রান্ত বিজ্ঞপ্ত (File No. 19/02/2017-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/marks_JE_2017_10082018.pdf